সাধারণ জ্ঞান কুইজ : ভারতের কোন রাজ্যে মাত্র দুটি জেলা রয়েছে?

মাত্র দুটি জেলায় বিভক্ত ভারতের কোন রাজ্যটি?

General Knowledge Questions: আপনি যদি সরকারি হোক বা বেসরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে অবশ্যই সাধারণ জ্ঞানের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো জেনে রাখা উচিত। এগুলি যেমন নলেজ বাড়াতে সাহায্য করে তেমন দেশ-বিদেশের অনেক তথ্যগুলি জানা যায়। তাই এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হল, এক নজরে দেখে নিন…

১) প্রশ্ন: ব্রিটিশ লবণ আইনের বিরুদ্ধে মহাত্মা গান্ধী কোন আন্দোলন শুরু করেছিলেন?
ক) খিলাফত আন্দোলন
খ) ভারত ছাড়ো আন্দোলন
গ) আইন অমান্য আন্দোলন
ঘ) অসহযোগ আন্দোলন
উত্তর: গ) আইন অমান্য আন্দোলন (Civil Disobedience Movement)
— আইন অমান্য আন্দোলন হলো ১৯৩০ সালে মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে শুরু হওয়া একটি ব্রিটিশ সরকার বিরোধী আন্দোলন। এর মূল উদ্দেশ্য ছিল লবণ করের বিরোধীতা আর সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো।

২) প্রশ্ন: ভারতের কোন শহরটি হ্রদের শহর নামে পরিচিত?
ক) জয়পুর
খ) উদয়পুর
গ) বারাণসী
ঘ) নৈনিতাল
উত্তর: খ) উদয়পুর (Udaipur)
— রাজস্থানের উদয়পুরকে ‘হ্রদের শহর’ বা ‘প্রাচ্যের ভেনিস’ বলা হয়। এইরূপ নামকরণের কারণ হল শহরে অসংখ্য হ্রদের উপস্থিতি, যা উদয়পুরের সৌন্দর্যকে বৃদ্ধি করেছে।

Image

৩) প্রশ্ন: নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যে সরকারি ভাষা ইংরেজি?
ক) নাগাল্যান্ড
খ) কেরালা
গ) হিমাচল প্রদেশ
ঘ) আসাম
উত্তর: ক) নাগাল্যান্ড (Nagaland)
— ১৯৬৭ নাগাল্যান্ড অ্যাসেম্বলি ভারতীয় ইংরেজিকে নাগাল্যান্ডের সরকারী ভাষা বা রাজ্যভাষা ভাষা হিসাবে ঘোষণা করে।

৪) প্রশ্ন: বিশ্বের প্রথম কোন দেশ তামাক সম্পূর্ণ নিষিদ্ধ করেছে?
ক) ফ্রান্স
খ) দক্ষিণ কোরিয়া
গ) ভুটান
ঘ) জাপান
উত্তর: গ) ভুটান (Bhutan)
— ২০০৪ সালে, ভুটান বিশ্বের প্রথম দেশ যেটি তামাকজাত দ্রব্যের চাষাবাদ, উৎপাদন এবং বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছিল। এমনকি এর নিষেধাজ্ঞা লঙ্ঘনের জন্য কঠোর শাস্তির আইন রয়েছে।

৫) প্রশ্ন: ভারতের কোন রাজ্যটিতে মাত্র দুটি জেলা রয়েছে?
ক) সিকিম
খ) গোয়া
গ) আসাম
ঘ) ত্রিপুরা
উত্তর: খ) গোয়া (Goa)
— গোয়ায় মাত্র দুটি জেলার আছে — উত্তর গোয়া এবং দক্ষিণ গোয়া। তথ্যের অনুসন্ধানের জন্য জানিয়ে রাখি, এটি ভারতের ক্ষুদ্রতম রাজ্যও। এছাড়া দীর্ঘদিন পর্তুগিজদের দখলে ছিল। ১৯৬১ সালে এই রাজ্যটি স্বাধীনতা লাভ করে।