ইন্টারভিউ প্রশ্ন : একজন মা তার ছেলেকে কোন জিনিসটা দিতে পারে না?

মায়ের কোন জিনিসটা একজন ছেলে নিতে পারে না?

Interview Questions: আজকাল সোশ্যাল মিডিয়ায় উদ্ভট ইন্টারভিউ-র প্রশ্নগুলি ভাইরাল হতে দেখা যায় কিছু মানুষ কৌতুহলবশত তার উত্তর জানার চেষ্টা করেন। আসলে এই ধরনের প্রশ্নগুলি অত্যন্ত আকর্ষণীয় হয়ে থাকে এবং মানুষকে ভাবিয়ে তোলে। তবে সেইসব উত্তর আপনি কোন বইতে পাবেন না, উপস্থিত ও বুদ্ধিমত্তার জোরে উত্তর দিতে হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো..

১) প্রশ্নঃ ভারতের কোন হ্রদটি উল্কাপাতের দ্বারা সৃষ্টি হয়েছে?
উত্তরঃ মহারাষ্ট্রের লোনার হ্রদ (Lonar Lake)।

২) প্রশ্নঃ ইন্দিরা গান্ধীকে (Indira Gandhi) গুলি করে খুন করেন কে?
উত্তরঃ ইন্দিরা গান্ধীর দেহরক্ষী সৎবন্ত ও বিয়ন্ত সিং।

৩) প্রশ্নঃ এশিয়া মহাদেশের একমাত্র খ্রিস্টান রাষ্ট্র কোনটি?
উত্তরঃ ফিলিপাইন (Philippines)।

৪) প্রশ্নঃ কোন পাখি ঋতু অনুযায়ী নিজের শরীরের রং পরিবর্তন করে?
উত্তরঃ উত্তর আমেরিকার গোল্ড ফিঞ্চ (Goldfinch) পাখি।

৫) প্রশ্নঃ মানব দেহের কোন অংশ বিদ্যুৎ উৎপন্ন করতে পারে?
উত্তরঃ মস্তিষ্ক।

৬) প্রশ্নঃ কোন ব্যাংক ভারতে প্রথম ইন্টারনেট ব্যাঙ্কিং চালু করেছিল?
উত্তরঃ আইসিআইসিআই ব্যাংক (ICICI Bank)।

৭) প্রশ্নঃ কালো দাগ যুক্ত কলার বিশেষত্ব কি?
উত্তরঃ অন্যান্য কলার তুলনায় ভিটামিন ই বেশি পরিমাণে পাওয়া যায়।

৮) প্রশ্নঃ কোন উদ্ভিদকে সুইসাইড ট্রি বলা হয়?
উত্তরঃ সেরবেরা ওডোলাম (Cerbera odollam)।

Image

৯) প্রশ্নঃ কোন প্রাণীর মাথায় হৃদপিণ্ড রয়েছে?
উত্তরঃ গলদা চিংড়ির।

১০) প্রশ্নঃ একটি মানব চোখের ওজন কত?
উত্তরঃ প্রায় ৮ গ্রাম।

১১) প্রশ্নঃ ভারতে শীতকালে সবচেয়ে বৃষ্টিপাত কোথায় হয়?
উত্তরঃ তামিলনাড়ুতে (Tamil Nadu)।

১২) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে কোল উপজাতির মানুষ বসবাস করেন?
উত্তরঃ মধ্যপ্রদেশে (Madhya Pradesh)।

১৩) প্রশ্নঃ সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় সৃষ্টি কোন সাগরে?
উত্তরঃ বঙ্গোপসাগরে (Bay of Bengal)।

Image

১৪) প্রশ্নঃ কোন দেশের এক প্রান্ত সকালবেলা হলে অন্যপ্রান্ত সন্ধ্যেবেলা হয়?
উত্তরঃ রাশিয়া (Russia)।

১৫) প্রশ্নঃ একজন মা তার ছেলেকে কোন জিনিসটা দিতে পারে না?
উত্তরঃ মা তার ছেলেকে উপাধি দিতে পারে না।