চোখের ধাঁধা: পাখিদের মধ্যে একটি সাপ লুকিয়ে রয়েছে, রইল খুঁজে বের করার চ্যালেঞ্জ

সোশ্যাল মিডিয়ায় আজকাল নানান ধরনের মজার ছবি ও ভিডিও পোস্ট করা হয়, এর মধ্যে কিছু হল অপটিক্যাল ইল্যুশন। এই ধরনের ছবিগুলি আমাদের চোখ ও মস্তিষ্কের সাথে লুকোচুরি খেলে। ছবিগুলি দেখতে অতি সাধারণ হলেও তা একেবারেই নয়।

এই প্রতিবেদনে তেমনি একটি ছবি দেখানো হয়েছে যেখানে গাছ-গাছালিতে কিছু পাখি বসে রয়েছে এবং তারই মধ্যে লুকিয়ে রয়েছে একটি সাপ। এবার সাপটি কোথায় লুকিয়ে রয়েছে তাই খুঁজে বের করতে হবে। ছবিটি সবুজ রং দিয়ে তৈরি গাছ-গাছালি ও পাখি এবং তাদের মধ্যে একটি সাপও রয়েছে। ছবিটি ভালো করে লক্ষ্য করলে সাপটিকে অবশ্যই খুঁজে পাবেন।

Image

অপটিক্যাল ইল্যুশন জাতীয় ছবিগুলি মানুষের মন ছুঁয়ে যায়। আজকাল মানুষেরাও এই ধরনের ছবি সমাধান করতে বেশ পছন্দ করেন। বিশেষজ্ঞরা দেখেছেন যে এই ধরনের ছবি খোঁজার অর্থ একপ্রকার মস্তিষ্কের ব্যায়াম এবং আপনি কতটা জিনিয়াস তা নিজেই বুঝতে পারবেন।

Image

মজার বিষয় হল ছবিটিতে সাপটিকে সহজে দেখা যাচ্ছে না। ছবিটিতে দেখা যাচ্ছে, গাছে অনেকগুলি পাখি বসে রয়েছে এবং চারপাশে আরো অনেক গাছ রয়েছে। কিন্তু সাপটিকে দেখা যাচ্ছে না। তবে যদি সাপটি খুঁজে পান তাহলে আপনি একজন জিনিয়াস তা মানতেই হবে।

অনেক খোঁজাখুঁজির পরেও যদি সাপটি খুঁজে না পান তাহলে চিন্তা করার কোনো বিষয় নেই। এই ছবির বাম পাশে যে কালো বৃত্তটি তৈরি করা হয়েছে তার পাশেই রয়েছে সাপটি। মজার ব্যাপার হলো সাথে রং সবুজ। সাপটিকে এমন ভাবে সেট করা হয়েছিল যাতে সহজে দেখা না যায়। তবে ভালো করে দেখার পর জানা যায় সাপটি কোথায়।

Image