বলুন তো এমন কোন ব্যক্তি যে ১০০ জনকে হত্যা করেও শাস্তি পান না?

১০০ জনকে হত্যা করেও শাস্তি পান না, সে কোন ব্যক্তি?

General Knowledge Quiz : আপনি যদি সরকারি বা বেসরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে অবশ্যই আপনার পাঠ্য বিষয়ের পাশাপাশি সাধারণ জ্ঞান, কুইজ ও কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলি জেনে রাখতে হবে। কারণ লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউ যেকোনো ক্ষেত্রেই এই ধরনের প্রশ্ন গুলি বেশি করা হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ জানেন ভারতের প্রমান সময়ের মান কত?
উত্তরঃ ভারতের প্রমাণ দ্রাঘিমারেখা ৮২°৩০ ‘পূঃ, যা উত্তরপ্রদেশের মির্জাপুরের মধ্য দিয়ে যায় এবং সমগ্র দেশের জন্য আদর্শ সময় হিসাবে বিবেচিত হয়।

২) প্রশ্নঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানি (East India Company) সর্বপ্রথম ভারতের কোথায় কারখানা খুলেছিল?
উত্তরঃ গুজরাটের সুরাট শহরে।

৩) প্রশ্নঃ সম্রাট অশোক (Ashoka) কার উত্তরসূরি ছিলেন?
উত্তরঃ অশোক দ্বিতীয় মৌর্য সম্রাট বিন্দুসারের পুত্র এবং মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্তের নাতি। বিন্দুসারের মৃত্যুর পর উত্তরসূরি হন সম্রাট অশোক।

৪) প্রশ্নঃ ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর রটার্ডাম কোন দেশে অবস্থিত?
উত্তরঃ রটার্ডাম (Rotterdam) বন্দর হল ইউরোপের বৃহত্তম বন্দর, যা নেদারল্যান্ডসের রটার্ডাম শহরে অবস্থিত।

৫) প্রশ্নঃ কে রামায়ণের অন্যতম প্রধান চরিত্র যিনি মহাভারতেও উপস্থিত রয়েছেন?
উত্তরঃ হনুমান (Hanuman)।

৬) প্রশ্নঃ কে মুঘল সাম্রাজ্যের রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিল?
উত্তরঃ ১৬৩৮ খ্রিস্টাব্দে শাহজাহান মুঘল সাম্রাজ্যের রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিল।

৭) প্রশ্নঃ কোন যন্ত্রের সাহায্যে দুধের বিশুদ্ধতা পরিমাপ করা যায়?
উত্তরঃ দুধের বিশুদ্ধতা ল্যাকটোমিটারের (Lactometer) দ্বারা পরিমাপ করা হয়।

৮) প্রশ্নঃ সমুদ্রের জল থেকে লবণ আহরণের প্রক্রিয়া কোনটি?
উত্তরঃ বাষ্পীভবন হল সমুদ্রের জল থেকে সাধারণ লবণ আহরণের পদ্ধতি।

৯) প্রশ্নঃ কোন যুদ্ধের মাধ্যমে ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন হয়েছিল?
উত্তরঃ পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদীর বিরুদ্ধে বাবরের জয়ের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়।

Image

১০) প্রশ্নঃ বলুন তো এমন কোন ব্যক্তি যে ১০০ জনকে হত্যা করেও শাস্তি পান না?
উত্তরঃ আসলে, জল্লাদ (যিনি ফাঁসি দেন) ১০০ জনকে হত্যা করলেও তার শাস্তি হয় না।