একজন মা কোন কাজটা নিজের ছেলে করলে রেগে যায়, কিন্তু জামাই করলে খুশি হয়, সেটা কী?

Puzzle questions: সোশ্যাল মিডিয়ায় আজকাল বিভিন্ন ধরনের ধাঁধা, সাধারণ জ্ঞান ও বিভিন্ন ইন্টারভিউ এর প্রশ্নগুলি দেখতে পাওয়া যায়। এই ধরনের প্রশ্নগুলো বিভ্রান্তকর বলে মনে হলেও এর মধ্যে যুক্তিসঙ্গত উত্তরও রয়েছে। অনেক সময় বড় বড় ইন্টারভিউগুলিতেও মানুষের জীবন সম্পর্কে তো এমন অনেক প্রশ্ন ঘুরিয়ে করা হয় যেখানে প্রার্থীরাও ঘাবড়ে যান। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্ন নিয়ে আসা হয়েছে যা এবার দেখে নেওয়া যাক…

১) প্রশ্নঃ ‘দ্যা লাইট অফ এশিয়া’ (The Light of Asia) বইটি মূলত কার উপর লেখা হয়েছে?
উত্তরঃ গৌতম বুদ্ধ।

২) প্রশ্নঃ হর্ষবর্ধনের রাজত্বের সাময়িককালে বাংলা রাজা কে ছিলেন?
উত্তরঃ শশাঙ্ক (Shashank)।

৩) প্রশ্নঃ আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি?
উত্তরঃ পোর্ট ব্লেয়ার (Port Blair)।

৪) প্রশ্নঃ বিশ্বে মাখন ও ঘি উৎপাদনে প্রথম দেশ কোনটি?
উত্তরঃ ভারত।

৫) প্রশ্নঃ ছেলেরা তার বোনের টা দেখতে পায়, কিন্তু মায়েরটা পায় না, সেটা কী?
উত্তরঃ বিবাহ (যদি তার মা দ্বিতীয়বার বিয়ে না করেন)।

৬) প্রশ্নঃ আয়তনের দিক দিয়ে সবচেয়ে বেশি বন রয়েছে কোন রাজ্যে?
উত্তরঃ মধ্যপ্রদেশ (Madhya Pradesh)।

৭) প্রশ্নঃ জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ নিউ ইয়র্ক (New York)।

৮) প্রশ্নঃ কোন পাহাড়ি অঞ্চলকে ‘কুইন অফ রেলস্টেশন’ বলা হয়?
উত্তরঃ মুসৌরি (Mussoorie)।

৯) প্রশ্নঃ মানুষের হাতের বাহু কোন শ্রেণীর লিভার?
উত্তরঃ তৃতীয় শ্রেণীর।

১০) প্রশ্নঃ এমন কোন জিনিস যার দাঁত থাকার পরেও কামড়াতে পারে না?
উত্তরঃ চিরুনি।

১১) প্রশ্নঃ দুটি ‘গ্রীন টাউন’ (Green Towns) থাকা ভারতের প্রথম রাজ্য হল কোনটি?
উত্তরঃ বিহার।

১২) প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বড় স্বাদু জলের হ্রদ কোনটি?
উত্তরঃ সুপিরিয়র হ্রদ, (Lake Superior) উত্তর আমেরিকার সর্ববৃহৎ হ্রদ।

১৩) প্রশ্নঃ কোন রাজার প্রধানমন্ত্রীর নাম ছিল কৌটিল্য?
উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্য (Chandragupta Maurya)।

১৪) প্রশ্নঃ বক্সাইট (Bauxite) উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে?
উত্তরঃ ওড়িশা। 

১৫) প্রশ্নঃ কোন কাজটা নিজের ছেলে করলে একজন মা রেগে যায়, কিন্তু জামাই করলে খুশি হয়, সেটা কী?
উত্তরঃ বউয়ের গোলামী (বিভ্রান্ত করার জন্যই এমন প্রশ্ন)।