কুইজ : বাংলার কোন বর্ণের মধ্যে একটা ছেলে ও মেয়ে লুকিয়ে আছে?

ছেলে ও মেয়ে লুকিয়ে রয়েছে বাংলার কোন বর্ণের মধ্যে?

General Knowledge Quiz : আমরা সবাই জানি যে বর্তমান সময়ে যেকোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স খুবই প্রয়োজন। এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার সময় এই সম্পর্কিত অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। যাইহোক এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে যা আপনার সহায়ক হবে।

১) প্রশ্নঃ পৃথিবীর আগে সূর্যের আলো কোন কোন গ্রহে পৌঁছায়?
উত্তরঃ সূর্যের আলো প্রথমে বুধ ও শুক্র গ্রহে পৌঁছায়, তারপর পৃথিবীতে আসে।

২) প্রশ্নঃ মহাভারতের পুরাতন নাম কী ছিল?
উত্তরঃ জয়াসংহিতা (Jayasamhita)।

৩) প্রশ্নঃ কোন শিলাকে সমস্ত শিলার জনক বলা হয়?
উত্তরঃ আগ্নেয় শিলাকে।

৪) প্রশ্নঃ দমকল বাহিনীদের পোশাক কোন ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি করা হয় যাতে আগুন না লাগে?
উত্তরঃ মেলামাইন (Melamine)।

৫) প্রশ্নঃ ভারতে আক্রমণের জন্য কে বাবরকে জানিয়েছিল?
উত্তরঃ দৌলত খান লোদী (Daulat Khan Lodi)।

৬) প্রশ্নঃ উত্তর কোরিয়ার রাজধানীর নাম কী?
উত্তরঃ উত্তর কোরিয়ার রাজধানী ও বৃহত্তম শহরের নাম পিয়ং ইয়াং (Pyongyang)।

Image

৭) প্রশ্নঃ এয়ার কন্ডিশনার কে আবিষ্কার করেছিলেন?
উত্তরঃ ১৯০২ সালে উইলস হাভিল্যান্ড (Wills Haviland) ক্যারিয়ার আবিষ্কার করে।

৮) প্রশ্নঃ ম্যাসেঞ্জার জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর গড়ে উঠেছে?
উত্তরঃ ঝাড়খণ্ডে ময়ূরাক্ষী (Mayurakshi) নদীর উপর ম্যাসেঞ্জার জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে।

৯) প্রশ্নঃ ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের শিক্ষিতের হার কত?
উত্তরঃ ৭৪.০৪% (অর্থাৎ প্রতি ১০০ জনের মধ্যে ৭৪ জন মানুষ শিক্ষিত)।

১০) প্রশ্নঃ বাংলার কোন বর্ণের মধ্যে একটা ছেলে ও মেয়ে লুকিয়ে আছে?
উত্তরঃ ঁ (চন্দ্রবিন্দু) এখানে ছেলের নাম চন্দ্র, আর মেয়ের নাম বিন্দু।