Blue Whale: একটি নীল তিমি রোজ প্রায় এক কোটি প্লাস্টিকের টুকরো খায়! কিন্তু কেন?

বর্তমানে মানুষের কর্মকান্ডের ফলে প্রকৃতির নানান ভাবে বিনষ্ট হচ্ছে। কখনো প্রত্যক্ষভাবে বা কখনো পরোক্ষভাবে তা বোঝা যায়। এবার পরিবেশ বিজ্ঞানীদের বয়ান অনুযায়ী এমনই একটি তথ্য উঠে এসেছে যে, নীল তিমিরা নিয়মিত টনটন ওজনের প্লাস্টিক খাচ্ছে। কিন্তু কেনই বা তারা প্লাস্টিক খাচ্ছে

এই নিয়ে সম্প্রতি এক রিপোর্টে প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে, নীল তিমির পাশাপাশি আরও অনেক জলজ প্রাণীর পেট থেকে বিপুল পরিমাণে প্লাস্টিক পাওয়া যাচ্ছে। এটি নিয়ে কোন সন্দেহ নেই যে এটি সামুদ্রিক প্রাণীর জন্য একটি উদ্বেগজনক ঘটনা।

Image

মার্কিন গবেষকরা প্রশান্ত মহাসাগরে উপকূলে নীল তিমি, ফিন তিমি, হাম্পব্যাক — এই ৩ প্রজাতির তিমির দ্বারা খাদ্য হিসেবে গৃহীত মাইক্রোপ্লাস্টিকগুলির পরিমাণের এক আনুমানিক হিসাব পেয়েছেন।

গবেষকরা ১২৬টি নীল তিমি, ৬৫টি হাম্পব্যাক ও ২৯টি ফিন তিমির পিঠে একটি ইলেকট্রনিক ডিভাইস বসিয়ে দিয়েছিলেন। এটি এমন একটি যন্ত্র যার সাহায্যে তিমিদের দৈনিক খাদ্য গ্রহণের একটি পরিমাপ পাওয়া যায়।

আর সেই সময় থেকেই জানা গিয়েছেন নীল তিমিটার প্রতিদিন ১০ মিলিয়ন বা ১ কোটি মাইক্রোপ্লাস্টিকের টুকরো (৯৫ পাউন্ড) খেয়ে ফেলছে। অন্যদিকে ফিন তিমিরা দৈনিক ৬ মিলিয়ন আর হাম্পব্যাকরা প্রায় ৪ মিলিয়ন মাইক্রোপ্লাস্টিক টুকরো খাচ্ছে।

গবেষকদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের মাঝারি মাত্রায় দূষিত সমুদ্র জলে এই তিমিরা এখন প্রতিদিন লক্ষ লক্ষ মাইক্রোপ্লাস্টিক এবং মাইক্রোফাইবার গ্রহণ করছে। গবেষণায় আরও দেখানো হয়েছে, যেখানে তিমিগুলির খাওয়ার পদ্ধতি এবং তাদের খাদ্য গ্রহণের পরিমাণ ইত্যাদি।