চোখের ধাঁধা: ৬৩৬ এর ভিড়ে লুকিয়ে রয়েছে একটি ‘৬৮৬’, খুঁজে পেলেই আপনি জিনিয়াস!

বলুন তো ৬৮৬ সংখ্যাটি কোথায় লুকিয়ে রয়েছে

Optical Illusion: অপটিক্যাল ইলিউশন বা চোখের বিভ্রম হলো এমন একটি মজার খেলা, যা অনেকেই সমাধান করতে বেশ পছন্দ করেন। কখনো এর মধ্যে লুকিয়ে থাকা বস্তু বা ছবির ভুল অথবা সাংকেতিক চিহ্নের দ্বারা বিশেষ কিছুর নাম বোঝাতে এই ধরনের চ্যালেঞ্জ আজকাল দেখা যাচ্ছে। এই প্রতিবেদনে তেমনই একটি ধাঁধা নিয়ে আসা হয়েছে।

ছবিতে দেখতে পাচ্ছেন নীল ব্যাকগ্রাউন্ডের উপরে ৬৩৬ সংখ্যাগুলি পাশাপাশি ও উপরনিচ সাজানো হয়েছে। ছবিতে ১০টি সারি রয়েছে আর প্রতিটিতে ৮টি করে সংখ্যা রয়েছে। কিন্তু এরই মধ্যে লুকিয়ে রয়েছে আরও একটি সংখ্যা ৬৮৬, যাকে খুঁজতে অনেকেই হিমশিম খাচ্ছেন। কিন্তু যারা ইতিমধ্যেই খুঁজে পেয়েছেন তাদের দৃষ্টিশক্তি খুবই ভালো।

Image

আসলে এই ধরনের চ্যালেঞ্জগুলি কার দৃষ্টিশক্তি কতটা ভালো, এই উদ্দেশ্যেই ছুড়ে দেওয়া হয়। একইভাবে এই চ্যালেঞ্জটি পূরণ করার জন্য মাত্র ১০ সেকেন্ড সময় রয়েছে। আপনি যদি নির্ধারিত সময়ের মধ্যে ৬৮৬ সংখ্যাটি খুঁজে পান তাহলে জানবেন আপনার দৃষ্টিশক্তি খুবই ভালো।

কিন্তু এই সময় পার হওয়ার পরও যারা খুঁজে পাননি তাদের চিন্তা করার কিছু নেই আমরা লাল মার্ক করে বুঝিয়ে দিয়েছি। আসলে এই ধরনের ধাঁধা গুলি সত্যিই চোখের মধ্যে বিভ্রান্ত তৈরি করে, এর ফলে লুকানো সংখ্যাটিকে খুঁজে পাওয়া এত সহজ হয় না। তবে এগুলি মস্তিষ্কের জন্য ভালো ব্যায়াম এবং আইকিউ লেভেল পরীক্ষা করার একটি দুর্দান্ত উপায়।

Image

প্রথমে ছবিটিকে ভালো করে লক্ষ্য করুন। এরপর ছবিটির বাঁদিকে তাকান। দেখবেন ৯ নম্বর সারির প্রথম অংশেই রয়েছে ৬৮৬। তবে নিয়মিত ধাঁধার সমাধানের মাধ্যমে আপনি একজন ভালো পর্যবেক্ষক হয়ে উঠতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের চ্যালেঞ্জগুলি মস্তিষ্ককে উদ্দীপ্ত করার পাশাপাশি দৃষ্টিশক্তিকে বাড়িয়ে তুলতে সাহায্য করে।