৭ জনপ্রিয় ক্রিকেটার যারা RCB দল ছাড়ার পর আইপিএল ট্রফি জিতেছিলেন

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএলের অন্যতম সেরা দল। তবে এই দলে বহু আন্তর্জাতিক স্তরের সেরা খেলোয়াড়রা প্রতিনিধিত্ব করলেও কখনো তারা আইপিএলে চ্যাম্পিয়ন হতে পারেনি। কেউ কেউ এই দলকে ‘অপয়া দল’ বলে বর্ণনা করেছেন। তবে এই বিষয়টিকে সত্যি বলে প্রমাণ করেছিল কিছু জনপ্রিয় ক্রিকেট তারকা, যারা এই দল ত্যাগ করার পরেই নতুন দলের হয়ে আইপিএল শিরোপা জয় লাভ করে।

☞ এবার সেই ৭ জন ক্রিকেট তারকা সম্পর্কে জেনে নেওয়া যাক:-

১) শেন ওয়াটসন:

IPL 2018 Final - CSK v/s SRH: Here's what Shane Watson thought after playing ten consecutive dot balls

শেন ওয়াটসন ২০১৬ সালে আরসিবির হয়ে টানা দু’বছর খেলেন। তবে এই অলরাউন্ডার ক্রিকেটার তার ব্যাটিংয়ে আগুন জ্বালাতে ব্যর্থ হন। যাইহোক ২০১৮ আইপিএলে চেন্নাই দলে যোগ দেওয়ার পর তাকে জীবনের সেরা ছন্দে পাওয়া যায়। সিএসকে এর হয়ে তিনটি মরসুমে তিনি ১২০০ এর বেশি রান করেন। ২০১৮ আইপিএলের ফাইনালে তিনি সেঞ্চুরি হাঁকিয়ে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন।

২) জ্যাক কালিস:

Jacques Kallis guides KKR to final of CLT20 2014 | Sports News,The Indian Express

বিশ্বের কিংবদন্তি ক্রিকেটার জ্যাক কালিস আইপিএলের শুরু থেকে টানা তিনটি মরসুম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেন। এরপর ২০১১-তে কেকেআর দলে যোগ দেন। এই দলের তিনি টানা ৪ বছর খেলেন। তিনি ১৬০৩ রান করেন ও ৪৮টি উইকেট নিয়েছিলেন। ২০১২ এবং ২০১৪ আইপিএলে কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে কালিসের গুরুত্বপূর্ণ অবদান ছিল। 

৩) যুবরাজ সিং:

Sunrisers beat Kings XI Sunrisers won by 7 wickets (with 2 balls remaining) - Kings XI vs Sunrisers, IPL, 46th match Match Summary, Report | ESPNcricinfo.com

জনপ্রিয় ক্রিকেট তারকা যুবরাজও আরসিবি দল ছাড়ার পর আইপিএল ট্রফি জিতে ছিলেন। ২০১৪-র নিলামে আরসিবি বড় অঙ্কের টাকায় যুবরাজকে চুক্তিবদ্ধ করে। এই মরসুমে তিনি ৩৭৬ রান ও ৫ উইকেট নিয়েছিলেন। কিন্তু আরসিবি ম্যানেজমেন্ট তাকে ছেড়ে দেয়। এরপর তিনি ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল ট্রফি জেতেন। ২০১৯ আইপিএলে তিনি মুম্বাইয়ের হয়ে খুব বেশি খেলার সুযোগ না পেলেও সেবারও তিনি চ্যাম্পিয়ন দলের সদস্য হন।

৪) মণীশ পান্ডে:

Highest Scorers For KKR: Players with Most Runs for KKR in IPL

২০০৯ সাল থেকে টানা দু’বছর আরসিবির হয়ে প্রতিনিধিত্ব করেন মণীশ পান্ডে। তিনি একজন ব্যাটসম্যান হিসেবে সবাইকে মুগ্ধ করেছিলেন কিন্তু দলকে শিরোপা জেতাতে পারেনি। এরপর ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্স এর হয়ে খেলার সময় ফাইনালে তিনি ৯৪ রানের একটি অনবদ্য ইনিংস খেলে চ্যাম্পিয়ন করেন। 

৫) রবিন উথাপ্পা:

IPL 2021: 'Extremely grateful, feels amazing to be part of CSK,' says Robin Uthappa

রবিন উথাপ্পা ২০১০ সালে আরসিবি ছাড়ার পর বিভিন্ন দলের হয়ে খেলেন। এমনকি ওই মরসুমে তিনি অরেঞ্জ ক্যাপও পেয়েছিলেন। এরপর ২০১৪ সালে কেকেআরের হয়ে চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। সর্বশেষ ২০২১ আইপিএলে চেন্নাই দলের সাথে যোগদান করার পর তিনি আবারও আইপিএল শিরোপা জয়ী দলের সদস্য হন।

৬) কুইন্টন ডি কক:

Quinton de Kock Mumbai Indians: Quinton de Kock out of quarantine, available for selection against KKR: Zaheer Khan | IPL 2021 News

কুইন্টন ডি কক ২০১৮ সালে আরসিবির হয়ে আইপিএল খেলা শুরু করেন। তবে তার পারফরম্যান্স হতাশাজনক ছিল। এরপর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার পর তিনি টানা দু’বার (২০১৯ ও ২০২০ সাল) আইপিএল ট্রফি জয়ের সাক্ষী থেকেছেন।

৭) মঈন আলি: 

IPL 2021 - From Moeen Ali to Jos Buttler: How England's players have fared at this year's IPL

আরসিবি ছাড়ার পর যে সকল জনপ্রিয় খেলোয়াড় আইপিএল ট্রফি জিতেছিলেন তার মধ্যে অন্যতম ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। আরসিবি থেকে বাদ পড়ার পর ২০২১ সালে তিনি সিএসকে দলে যুক্ত হন। তাকে ঝড়ো ইনিংস জন্য লাইসেন্স সহ ৩ নম্বরে ব্যাটিং অর্ডারে পাঠানো হয়। তিনি প্রত্যাশা মতো ব্যাটিং করেন ও সিএসকেকে দল চ্যাম্পিয়ন হয়।