বিশ্বের জনপ্রিয় ৫ ক্রিকেটার, যারা অভিষেক ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি করেছিলেন

হাতেগোনা কয়েকজন ক্রিকেটার রয়েছেন যারা তাদের অভিষেক ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে স্মরণীয় করে রেখেছেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অসফল হয়েছেন ক্রিকেট ইতিহাসের কিংবদন্তীরা।
আজকের প্রতিবেদনে বিশ্বের সেই ৫ জনপ্রিয় ক্রিকেটার এর সম্পর্কে জেনে নেওয়া যাক:- 

অ্যান্ডি ফ্লাওয়ার:

Sangakkara, Flower inducted into ICC Hall of Fame

জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে উজ্জ্বল তারকা ব্যাটসম্যান অ্যান্ডি ফ্লাওয়ার। ১৯৯২ বিশ্বকাপের সময় তার অভিষেক হয়েছিল। শ্রীলংকার বিপক্ষে তিনি প্রথম ম্যাচেই ১১৫ রানের একটি অপরাজিত ইনিংস খেলেছিলেন।

মার্টিন গাপটিল:

Recent Match Report - Bangladesh vs New Zealand 2nd ODI 2018/19 | ESPNcricinfo.com

নিউজিল্যান্ডের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন মার্টিন গাপটিল। ২০০৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই কিউই ওপেনারের অভিষেক হয়েছিল। ওই ম্যাচে তিনি ১২২ রানের একটি স্মরণীয় ইনিংস খেলেছিলেন।

ফিলিপ হিউজ:

Hughes blasts double-ton | cricket.com.au

অস্ট্রেলিয়ার প্রতিভাবান ব্যাটসম্যান ফিলিপ হিউজ তিনি আর আমাদের মধ্যে নেই। তার সাথে যদি ওই দুর্ঘটনাটি না ঘটতো হয়তো আজ অন্যতম সেরা ব্যাটসম্যান হয়ে উঠতেন। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি অভিষেক ম্যাচে ১১২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন।

কলিন ইনগ্রাম:

Colin Ingram admits World Cup lure is strong but has no regrets about giving up international cricket | Cricket News | Sky Sports

এই দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানের আন্তর্জাতিক ক্যারিয়ার সীমিত হলেও তার অভিষেক ম্যাচটি দুর্দান্ত হয়েছিল। ২০১০ সালে কলিন ইনগ্রাম জিম্বাবুয়ের বিপক্ষে তিনি প্রথম ম্যাচেই ১২৪ রানের একটি স্মরণীয় ইনিংস খেলেছিলেন।

কে এল রাহুল:

India vs New Zealand: KL Rahul creates unique records: matches MS Dhoni, surpasses Virat Kohli - myKhel

এই তালিকায় একমাত্র ভারতীয় ব্যাটসম্যান হিসেবে কে এল রাহুল রয়েছেন। ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তার অভিষেক ম্যাচে ১১০ রানের একটি অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে ছিলেন। এছাড়া ওয়েব সিরিজের টানা তিন ম্যাচে দুর্দান্ত ধারাবাহিকতার জন্য সেরা খেলোয়াড় নির্বাচিত হন।