পাঁচ ভারতীয় খেলোয়াড় যারা প্রথম ওয়ানডে সিরিজে ‘ম্যান অব দ্যা সিরিজ’ হয়েছিলেন

প্রতিটি তরুণ ক্রিকেটারের স্বপ্ন থাকে তার দেশের হয়ে প্রতিনিধিত্ব করা যদিও খুব কম জনই তাদের স্বপ্নকে সফল করতে সক্ষম হন। একজন খেলোয়াড় তার ক্যারিয়ারের শুরু থেকেই ধারাবাহিকতা দেখিয়ে নির্বাচকদের দৃষ্টি আকর্ষন করান। এই প্রতিবেদনে এমনই ৫ ভারতীয় ক্রিকেটারের কথা বলা হয়েছে, যারা তাদের প্রথম ওয়ানডে সিরিজে ‘ম্যান অব দ্যা সিরিজ’ নির্বাচিত হয়েছিলেন। এবার দেখে নেওয়া যাক:

১) ব্রিজেশ প্যাটেল:

১৯৭৪ সালে প্রথমবার ভারতীয় দল আন্তর্জাতিক ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। দুই ম্যাচের সিরিজে ব্রিজেশ প্যাটেল ৮২ ও ১২ রান করেন। অভিষেক সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে তিনি প্লেয়ার অফ দ্যা সিরিজ নির্বাচিত হন। এই সময় ভারতীয় দলের অধিনায়ক ছিলেন অজিত ওয়াদেকর।

২) রমন লাম্বা:

১৯৮৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন রমন লাম্বা। তিনি অভিষেক ম্যাচেই একটি হাফ সেঞ্চুরি করেন। ৬ ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাটিং পারফরম্যান্সের ভিত্তিতে তিনি প্লেয়ার অফ দ্যা সিরিজ নির্বাচিত হয়েছিলেন। দুর্ভাগ্যবশত বাংলাদেশের একটি ক্লাব ম্যাচ চলাকালীন বলের আঘাতে তার মৃত্যু হয়।

৩) বিজয় ভরদ্বাজ:

বিজয় ভরদ্বাজ তার অভিষেক ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করে প্লেয়ার অফ দ্যা সিরিজ হয়েছিলেন। ভারত, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া ও জিম্বাবুয়ের মধ্যে চলা এলজি কাপে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। এই টুর্নামেন্টে বিজয় ভরদ্বাজ ১০টি উইকেট নিয়েছিলেন।

৪) কেএল রাহুল:

২০১৬ সালে কেএল রাহুল জিম্বাবুয়ে সফরে তার ওয়ানডে অভিষেক হয়েছিল এবং তিনি অভিষেক ম্যাচেই দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়ে ছিলেন। ধারাবাহিকতার পরিপ্রেক্ষিতে তিনি প্লেয়ার অফ দ্যা সিরিজ নির্বাচিত হন। সময়ের সাথে সাথে তিনি ভারতীয় দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন।

৫) সূর্যকুমার যাদব:

গতবছর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেক করেন সূর্যকুমার যাদব এবং সেই থেকেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ছাপ ফেলতে শুরু করেছেন। সূর্যকুমার অভিষেক ম্যাচে ৩১ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয় ম্যাচে হাফসেঞ্চুরি করেন। এমনকি তৃতীয় ম্যাচেও ব্যাট থেকে ৪০ রান আসে। এই পারফরম্যান্সে সকলকে মুগ্ধ করে তিনি প্লেয়ার অব দ্যা সিরিজ নির্বাচিত হন।