বিশ্বের ৩ অধিনায়ক যারা ওয়ানডে খেলায় একটিও সেঞ্চুরি হাঁকাতে পারেননি

আন্তর্জাতিক ওয়ানডে খেলায় প্রতিটি ব্যাটসম্যানের লক্ষ্য থাকে সেঞ্চুরি করা। যাইহোক ক্রিকেট খেলায় একজন বিচক্ষণ খেলোয়াড়কে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়, আর এই ক্ষেত্রে সাধারণত ব্যাটসম্যানরা হয়ে থাকেন। তবে ক্রিকেটের ইতিহাস ঘাঁটলে দেখা গেছে এমন কিছু ব্যাটসম্যান রয়েছেন যারা তাদের ওয়ানডে ক্যারিয়ারে একটিও সেঞ্চুরি হাঁকাতে পারেননি। এদের মধ্যে কিছু জন ছিলেন অধিনায়ক। এবার দেখে নেওয়া যাক:

৩) হিথ স্ট্রিক: 

অধিনায়ক হিথ স্ট্রিকের সময়ে জিম্বাবুয়ের দল যথেষ্ট শক্তিশালী ছিল। একজন দুর্দান্ত বোলার হওয়ার পাশাপাশি তিনি ব্যাট হাতেও কার্যকরী ছিলেন। টানা ৪ বছর অধিনায়কত্ব করলেও একটিও সেঞ্চুরি হাঁকাতে পারেননি। ওয়ানডেতে তার সর্বোচ্চ স্কোর অপরাজিত ৭৯ এবং মোট ১৩টি হাফ সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। হিথ স্ট্রিক জিম্বাবুয়ের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে বিবেচিত হন। 

২) ড্যানিয়েল ভেট্টরি:

নিউজিল্যান্ডের ড্যাশিং অলরাউন্ডার ড্যানিয়েল ভেট্টরি প্রায় ৫ বছর দলকে নেতৃত্ব দিয়েছেন। এই সময়ে তিনি দলের হয়ে অনেকবার ভালো ব্যাটিং করলেও সেঞ্চুরি করতে পারেননি। তিনি ২৯৫ ওডিআই ম্যাচে ৪টি হাফসেঞ্চুরিও করেন। তার সর্বোচ্চ স্কোর ৮৩ রান। যদিও টেস্ট ক্রিকেটে ছয়টি সেঞ্চুরি রয়েছে তার নামে। 

১) মিসবাহ উল হক:

মিসবাহ উল হক তার খেলা এবং অধিনায়কত্ব দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন। ৭ বছরের বেশি সময় ধরে পাকিস্তান দলের অধিনায়কত্ব করেছেন কিন্তু ওয়ানডেতে একটিও সেঞ্চুরি করতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটে মিসবাহ ১৬২ ম্যাচে কেবল ৪২টি হাফ সেঞ্চুরি করেছেন। তার সর্বোচ্চ স্কোর অপরাজিত ৯৬। এদিকে টেস্টে ক্যারিয়ারে তিনি ১০টি সেঞ্চুরি হাঁকিয়েছেন।