২০২১ আইপিএল টুর্ণামেন্টে ফ্লপ ক্রিকেটারদের নিয়ে গঠিত হলো একাদশ

২০২১ আইপিএলে বেশিরভাগ তরুণ ক্রিকেটাররাই আধিপত্য বিস্তার করেছে। সর্বোচ্চ রান থেকে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী সবই নতুন, যা একটি বিরল দৃশ্য। তবে এই আইপিএলে এমন কিছু তারকা ক্রিকেটার হতাশাজনক পারফরম্যান্স করেছেন যা একেবারেই অপ্রত্যাশিত ছিল। আজকের প্রতিবেদনে এবারের আইপিএলে ফ্লপ ক্রিকেটারদের নিয়ে গঠিত একাদশ হলো:-  

∆ ওপেনার: ক্রিস গেইল ও ডেভিড ওয়ার্নার 

SRH troll Kings XI Punjab over Chris Gayle vs David Warner debate - The  SportsRush

আইপিএলের বিখ্যাত তারকা ক্রিস গেইল এবারের ১০টি ম্যাচে মাত্র ১৯৩ রান করেছেন। অতীতে যার নামে আইপিএলের ইতিহাসে সর্বাধিক ৬টি সেঞ্চুরি রয়েছে। অন্যদিকে তিনবার অরেঞ্জ কাপ জয়ী ডেভিড ওয়ার্নারের পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক। যে কারণে তাকে অধিনায়কত্বও ত্যাগ করতে হয়েছিল।

∆ মিডিল অর্ডার: সুরেশ রায়না, ইয়ন মরগ্যান, মহেন্দ্র সিং ধোনি

Beyond Horrible' – Raina Suggests Tragedy Was Reason For IPL Exit

মিস্টার আইপিএল নামে পরিচিত সুরেশ রায়না এবারের আইপিএলে পুরোপুরি ব্যর্থ হন। শেষ পর্যন্ত তাঁর জায়গায় রবিন উত্থাপা এসে দলের হাল ধরেন। এদিকে টি-টোয়েন্টির অভিজ্ঞ ক্রিকেটার খেলোয়াড় হিসেবে কেকেআর ইয়ন মরগ্যানকে নেতৃত্বের দায়িত্ব দেয়।

MS Dhoni and Eoin Morgan, a tale of two World Cup winning captains ahead of  much-awaited IPL 2021 final - Sports News

মরগ্যানের নেতৃত্বে কলকাতা ফাইনালে উঠলেও তার পারফরম্যান্স নিয়ে কেকেআর সমর্থকরা ক্ষুব্ধ। তিনি ১৭টি ম্যাচে মোট ১৩৩ রান করেছেন। ২০২১ আইপিএল শিরোপা জয়ী হলেও মহেন্দ্র সিং ধোনি ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। তিনি মোট ১৬ ম্যাচে ১১৪ রান সংগ্রহ করেন।

∆ অলরাউন্ডার: হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, স্যাম কুরান

IPL 2017: Hardik And Krunal Pandya In Twitter War. Virender Sehwag Trolls  Both | Cricket News

মুম্বাই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স খুবই হতাশাজনক। তার ১২ ম্যাচে সংগ্রহ ১২৭ রান। আরেক ভাই ক্রুণাল পান্ডিয়ারও পারফরম্যান্স নিয়ে কেউই সন্তুষ্ট নয়। তিনি ১৩ ম্যাচে ১৪৩ রান ও ৫টি উইকেট নিয়েছেন। এরপর ইংলিশ অলরাউন্ডার স্যাম কুরানের খারাপ পারফরম্যান্স হওয়ার কারণে বাদ পড়ে। তিনি ৯ ম্যাচে ৫৬ রান ও ৯টি উইকেট নিয়েছেন।

∆ বোলার: ভুবনেশ্বর কুমার, রবীচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ সিরাজ

IPL 2019: 'When the team does well, captaincy is always easy,' says  Bhuvneshwar Kumar as SRH defeat DC by five wickets

এবারের আইপিএলের পাওয়ার প্লেতে ভুবনেশ্বর কুমার উইকেট নেওয়ার ক্ষমতা হারিয়েছেন। তিনি ১১ ম্যাচে মাত্র ৬টি উইকেট নেন, যা একজন আন্তর্জাতিক বোলারের জন্য খুবই খারাপ পারফরম্যান্স। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে রবিচন্দ্রন অশ্বিন অন্তর্ভুক্ত হন।

IPL 2020 Finals : Ashwin scare for Delhi Capitals, all is not well with DC  spinner

কিন্তু এবারের আইপিএলে অশ্বিনের জঘন্যতম পারফরম্যান্স নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। তিনি ১৩টি ম্যাচে মাত্র ৭টি উইকেট নিয়েছেন। এদিকে আরসিবির ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজের পারফরম্যান্স একেবারেই অপ্রত্যাশিত! তিনি ১৫ ম্যাচে মাত্র ১১টি উইকেট নিয়েছেন। 

২০২১ আইপিএলে ফ্লপ ক্রিকেটারদের নিয়ে গঠিত একাদশ:

১) ক্রিস গেইল, ২) ডেভিড ওয়ার্নার, ৩) সুরেশ রায়না, ৪) ইয়ন মরগ্যান, ৫) মহেন্দ্র সিং ধোনি, ৬) হার্দিক পান্ডিয়া, ৭) ক্রুণাল পান্ডিয়া, ৮) স্যাম কুরান, ৯) ভুবনেশ্বর কুমার, ১০) রবীচন্দ্রন অশ্বিন ও ১১) মোহাম্মদ সিরাজ।