বিশ্বের ৫ ক্রিকেটার, যাদের সেঞ্চুরিতে সর্বাধিক জয় পেয়েছে দল; তালিকায় দুই ভারতীয়

সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জেতানোর পর একজন ব্যাটসম্যান রাতারাতি তারকা হয়ে ওঠেন। সেঞ্চুরির পরিসংখ্যানের দিক দিয়ে শচীন টেন্ডুলকার এগিয়ে থাকলেও এই ক্ষেত্রে এগিয়ে রয়েছেন বিরাট কোহলি। ওডিআই ক্রিকেটে তার অধিকাংশ সেঞ্চুরি গুলি ভারতীয় দলের জয়ের কারণ হয়ে ওঠে।

☞ এবার জেনে নেওয়া যাক যাদের সেঞ্চুরিতে সর্বাধিক জয় পেয়েছে দল:- 

৫) সনাথ জয়সুরিয়া: ২৪ সেঞ্চুরি

Sanath Jayasuriya Age, Wife, Children, Family, Biography - CelebWoods

শ্রীলঙ্কা ক্রিকেটের ইতিহাসে কিংবদন্তি সনাথ জয়সুরিয়া এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। তিনি বাঁহাতি স্পিনার হিসেবে দলে যোগ দিয়েছিলেন কিন্তু কিছুসময় পরেই বিধ্বংসী ওপেনার হয়ে ওঠেন। তিনি ৪৪৫টি ওডিআই ম্যাচে মোট ২৮টি সেঞ্চুরি হাঁকিয়েছেন, যার মধ্যে ২৪ টিতে জয় আসে। 

৪) হাশিম আমলা: ২৪ সেঞ্চুরি

Stats: Hashim Amla's record breaking 25th ODI century

দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ব্যাটসম্যান হাশিম আমলা এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। ওয়ানডে ক্রিকেটে তিনি কয়েকবার দ্রুততম হাজারের ঘরের রেকর্ডগুলি অর্জন করেছেন। আমলা ১৮১টি ওডিআই ম্যাচে মোট ২৭টি সেঞ্চুরি করেছেন, যার মধ্যে ২৪ টিতে জয় আসে।

৩) রিকি পন্টিং: ২৫ সেঞ্চুরি

Men of the World Cup finals: 2003: Ricky Ponting

ওয়ানডে ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক তথা বিখ্যাত ব্যাটসম্যান রিকি পন্টিং এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন। তিনি অস্ট্রেলিয়ার হয়ে টানা দুইবার বিশ্বকাপ জয় করেছেন। পন্টিং ৩৭৫টি ওডিআই ম্যাচে মোট ৩০টি সেঞ্চুরি করেছেন, যার মধ্যে ২৫ টিতে জয় আসে।

২) শচীন টেন্ডুলকার: ৩৩ সেঞ্চুরি

Sachin Tendulkar – Top ODI innings

“মাস্টার ব্লাস্টার” শচীন টেন্ডুলকার সেঞ্চুরির নিরিখে সবার শীর্ষে রয়েছেন। তবে তার এক তৃতীয়াংশ সেঞ্চুরি গুলি ব্যর্থ হয়েছিল অর্থাৎ দলকে পরাজয়ের মুখোমুখি হতে হয়। শচীন টেন্ডুলকার ৪৬৩টি ওডিআই ম্যাচে মোট ৪৯টি সেঞ্চুরি করেছেন, যার মধ্যে ৩৩ টিতে জয় আসে।

১) বিরাট কোহলি: ৩৫ সেঞ্চুরি

Virat Kohli Will Score "75-80 ODI Centuries" For India, Predicts Wasim Jaffer | Cricket News

ভারত অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে গত দুই বছরের কাছাকাছি সময় ধরে একটিও সেঞ্চুরি আসেনি। তবে সেঞ্চুরি জয়ের ইনিংস হিসেবে সকলকে ছাড়িয়ে দিয়েছেন। এখনো পর্যন্ত বিরাট কোহলি ২৫৪টি ওডিআই ম্যাচে ৪৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন, যার মধ্যে ৩৫ টিতে জয় এসেছে।