ভালোবাসার টানে অন্যধর্মে বিয়ে করলেও ধর্ম বদলাননি বলিউডের এই ৫ নায়িকা

ভালোবাসার কোনও ধর্ম হয় না। ভালোবাসা কেবল মনের ভাষাই বোঝে। এই পথ যতই দূর্গম হোক না কেন শেষে জয় হয় ভালোবাসারই। বলিউড ইন্ডাস্ট্রিতে এর উদাহরণ কম নেই। অনেক অভিনেতা অভিনেত্রী আছে যারা ভালোবাসার টানে ভিন্ন ধর্মে বিয়ে করেছেন কিন্ত বিয়ের পরবর্তীতেও আর ধর্মান্তরিত হননি। বলিউডের এমন কয়েকজন জনপ্রিয় অভিনেত্রীদের নাম দিয়ে সাজানো হল আজকের প্রতিবেদন।

করিনা কাপুর (Kareena Kapoor): কাপুর পরিবারের কনিষ্ঠতম কন্যা হলেন করিনা। তার আর শাহিদ কাপুরের প্রেম কাহিনী ছিল টক অফ দ্য বি টাউন, কিন্ত সে প্রেম টেকেনি। তিনি হিন্দু হয়েও ২০১২ সালে বিয়ে করেন মুসলিম তথা নবাব পতৌদি পরিবারের পুত্র পাশাপাশি অভিনেতা সইফ আলি খানকে। বর্তমানে তার দুটি পুত্র সন্তান রয়েছে।

গৌরী খান (Gauri Khan): বলিউডের সবচেয়ে জনপ্রিয় ও চর্চিত প্রেম কাহিনী হল শাহরুখ খান ও গৌরী খানের। ১৯ বছর বয়সে শাহরুখ খানকে বিয়ে করেন গৌরী। যদিও তিনি একজন হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান। এবং বিয়ের পর আর তার ধর্ম পরিবর্তন করেননি। আজ তাঁদের দাম্পত্য জীবন অটুট রয়েছে ভালোবাসার টানে।

প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra): বর্তমানে বলিউডের পাশাপাশি হলিউডের ও সমানতালে দাপিয়ে বেড়াচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। তিনি হলিউডে পা রাখেন ‘কোয়ানটিকো’ টিভি সিরিজের মধ্য দিয়ে। হলিউডের এক নামজাদা সঙ্গীত শিল্পী নিক জোনাসকে বিয়ে করেন এবং পরবর্তীতে স্বামীর ধর্মে ধর্মান্তরিত হননি।

জেনেলিয়া ডি’সুজা (Genelia D’Souza): হিন্দু পরিবারের ছেলে রীতেশ দেশমুখ ২০১২ সালে বিয়ে করেন খ্রীষ্টান পরিবারের মেয়ে জেনেলিয়া ডি’‌সুজাকে। হিন্দু-মারাঠি প্রথাগত বিয়ের পাশাপাশি রীতেশ-জেনেলিয়া খ্রীষ্টান মতেও বিয়ে করেন। কিন্তু বর্তমানে জেনেলিয়া খ্রিস্টান ও হিন্দু উভয় ধর্মই নিষ্ঠাভাবে পালন করেন।

সোহা আলি খান (Soha Ali Khan): নবাব পতৌদির কন্যা ২০০৯ সাল নাগাদ বিয়ে করেন কাশ্মীরি হিন্দু তথা বলিউড অভিনেতা কুনাল খেমু কে। খুব ব্যক্তিগতভাবে এই বিবাহ সম্পন্ন হয়েছিল। কিন্তু বিয়ের পর সোহা তার ধর্ম পাল্টাননি। বর্তমানে তিনি একটি কন্যা সন্তানের মা।