ODI-তে সবচেয়ে বেশিবার ছক্কা হাঁকিয়ে রানের খাতা খুলেছেন এই ৫ ব্যাটসম্যান

বর্তমানে ওয়ানডে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার পেছনে মূল কারণটি হলো ব্যাটসম্যানদের চার-ছক্কার বৃষ্টিপাত নামানো। ওয়ানডে ক্রিকেটে এমন অনেক বিধ্বংসী ব্যাটসম্যান রয়েছেন যারা নির্দ্বিধায় ছক্কা হাঁকিয়ে তাদের রানের খাতা খুলতে পছন্দ করতেন।

আজকের প্রতিবেদনে রয়েছে, সবচেয়ে বেশিবার যারা ছক্কা হাঁকিয়ে রানের খাতা খুলেছেন সেই পাঁচ ব্যাটসম্যাননের সম্পর্কে জেনে নেওয়া যাক:-

৫) গ্লেন ম্যাক্সওয়েল: ৩ বার

Twitter reactions on Glenn Maxwell smashing 25 runs off Rubel Hossain's over in 2019 Cricket World Cup | The SportsRush

অস্ট্রেলিয়ার বিধ্বংসী মিডিল অর্ডার ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল ওয়ানডেতে রানের খাতা খুলতে গিয়ে সর্বাধিক ৩ বার ছক্কা হাঁকিয়ে পঞ্চম স্থানে রয়েছেন।

পরিসংখ্যানের কথা বললে, তিনি ১১৬টি ওডিআই ম্যাচে ১২৫ এর বেশি স্ট্রাইক রেট নিয়ে ৩২৩০ রান করেছেন, যার মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি।

৪) শাহিদ আফ্রিদি: ৪ বার

Shahid Afridi's bazooka batting at Bloemfontein makes him the first batsman in ODIs to hit 300 sixes - Cricket Country

পাকিস্তানের সর্বাধিক জনপ্রিয় খেলোয়াড় শাহিদ আফ্রিদি ওয়ানডেতে ক্রিকেটে সর্বাধিক ৪ বার ছক্কা হাঁকিয়ে ইনিংস শুরু করার ক্ষেত্রে চতুর্থ স্থানে নম্বরে রয়েছেন।

পরিসংখ্যানের কথা বললে, তিনি ৩৯৮টি ম্যাচে ১১৭ স্ট্রাইক রেট নিয়ে ৮০৬৪ রান করেছেন, যার মধ্যে রয়েছে ছটি সেঞ্চুরি।

৩) যুবরাজ সিং: ৪ বার

Twitter Reactions: Yuvraj Singh thrashes Pakistan for the 5th fastest CT fifty

ভারতীয় দলের ‘সিক্সার কিং’ যুবরাজ সিং এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। পরিসংখ্যানের কথা বললে, তিনি ৩০৪টি ওয়ানডে ম্যাচে মোট ৪ বার ছক্কা হাঁকিয়ে রানের খাতা খুলেছেন। এছাড়াও তিনি তার ওডিআই ক্যারিয়ারে ১৪টি সেঞ্চুরি সহ ৮৭০১ রান করেছেন।

২) ব্রেন্ডন ম্যাককুলাম: ৫ বার

ICC Cricket World Cup 2015: Brendon McCullum rewrites record books for fastest half-century in World Cup | India.com

নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তথা বিস্ফোরক ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককুলাম ওয়ানডে ক্রিকেটে রানের খাতা খোলার ক্ষেত্রে ৫ বার ছক্কা হাঁকিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।

পরিসংখ্যানের কথা বললে, তিনি ২৬০টি ওয়ানডে ম্যাচে ৯৬ এর বেশি স্ট্রাইক রেট নিয়ে ৬০৮৩ রান করেছেন, যার মধ্যে রয়েছে পাঁচটি সেঞ্চুরি।

১) বীরেন্দ্র শেহবাগ: ৭ বার

Ranking India's Top 10 ODI match-winners of all-time

সর্বাধিক ছক্কা হাঁকিয়ে রানের খাতা খোলার ক্ষেত্রে ভারতীয় দলের প্রাক্তন বিস্ফোরক ব্যাটসম্যান বীরেন্দ্র শেহবাগ সবার শীর্ষে রয়েছেন। তিনি ২৫১টি ওডিআই ম্যাচের মধ্যে ৭ বার ছক্কা মেরে ইনিংস শুরু করেন।

পরিসংখ্যানের কথা বললে, তিনি তার ওডিআই ক্যারিয়ারে ১০৪ এর বেশি স্ট্রাইক রেট নিয়ে ৮২৭৩ রান করেছেন, যার মধ্যে রয়েছে ১৫টি সেঞ্চুরি।