Whatsapp-এ ডিলিট করা মেসেজ পড়তে চান? জেনে নিন সহজ উপায়ে

দৈনন্দিন জীবনে Whatsapp আমাদের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গেছে। বিভিন্ন কারণে এই সোশ্যাল মেসেজিং অ্যাপটি ব্যবহৃত হয়। তবে হোয়াটসঅ্যাপে নিত্য নতুন আপডেট এসেছে যার মধ্যে একটি হলো মেসেজ ডিলিট। অর্থাৎ ডিলিট ফর মি (Delete for me) আর একটা হলো ডিলিট ফর এভরিওয়ান (Delete for everyone)।

Pin on instagram

দ্বিতীয়টি অপশনটি অর্থাৎ ডিলিট ফর এভরিওয়ানে সিলেক্ট করলে যিনি পাঠিয়েছেন ও যিনি প্রাপক দুজনেই আর মেসেজটি দেখতে পাবেন না। তবে ডিলিট হয়ে যাওয়া মেসেজ দেখারও একটি সহজ ট্রিক রয়েছে। এর জন্য আপনাকে ইনস্টল করতে হবে একটি বিশেষ অ্যাপ। WhatsRemoved + নামের এই অ্যাপটির মাধ্যমে আপনি সহজেই ডিলিট হয়ে যাওয়া মেসেজ দেখতে পাবেন। অ্যাপটি গুগল প্লে স্টোরে রয়েছে। তবে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এই ট্রিকটি উপলব্ধ। 

ফাইল ছবি : হোয়াটসরিমুভড প্লাস

গুগল প্লে স্টোর থেকে WhatsRemoved + নামক অ্যাপটি ইন্সটল করুন, এর সাইজও খুব বেশি না। এরপর ওই অ্যাপের ভিতরে বিভিন্ন অপশন রয়েছে। ফাইল থেকে শুরু করে ছবি, ভিডিও, ভয়েস মেসেজ ডিলিট হওয়ার আগেই সেভ থাকবে কিনা সেই অপশন বেছে নিতে পারবেন। আর এই অ্যাপের মাধ্যমেই কারোর প্রেরিত ও আপনার দেখার আগেই ডিলিট হওয়া মেসেজ সহজেই দেখতে পাবেন।