আইপিএলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ছক্কা হাঁকিয়েছেন যে ৫ ব্যাটসম্যান

শুরু হয়েছে বিশ্বের সেরা জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ আইপিএল। এই টুর্নামেন্টকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে ব্যাটসম্যানদের হাঁকানো বড় বড় ছক্কাগুলি আর ক্যামেরাম্যান বিভিন্ন ভঙ্গিমার মাধ্যমে তা দর্শকদের সামনে তুলে ধরেন। বর্তমানে প্রতিটি আইপিএল দলে হার্ডহিটার ব্যাটসম্যান রয়েছে যেমন – আন্দ্রে রাসেল, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, ক্রিস গেইল, এবিডি ভিলিয়ার্স, কিরণ পোলার্ড এর মতো অনেকেই। তবে এরা কেউই এই তালিকায় জায়গা করতে পারেন নি।

তবে আজকের প্রতিবেদনে রয়েছে, আইপিএলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ছক্কা হাঁকিয়েছেন যে ৫ ব্যাটসম্যান। এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:-

৫) রস টেলর: ১১৯ মিটার

Virat Kohli would end up as one of the best players of all time to have played the game: Ross Taylor

আইপিএলের উদ্বোধনী মরসুমে রস টেইলর ডিপ মিড উইকেটের ওপর দিয়ে একটি বড় ছক্কা হাঁকিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার জ্যাকব ওরামের বলে। যা আইপিএলের ইতিহাসে এটি এখন পঞ্চম স্থানে রয়েছে। 

৪) রবিন উথাপ্পা: ১২০ মিটার

Throwback to Royal Challengers Bangalore's 2009 IPL season

আইপিএলের ইতিহাসে সবচেয়ে লম্বা ছক্কা হাঁকানোর তালিকায় রবিন উথাপ্পা চতুর্থ স্থানে রয়েছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে তিনি চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১২০ মিটারের একটি বিশাল ছক্কা হাঁকিয়েছিলেন।

৩) অ্যাডাম গিলক্রিস্ট: ১২২ মিটার

Adam Gilchrist to retire after IPL 6

কিংস ইলেভেন পাঞ্জাবের প্রাক্তন অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট আইপিএলের ইতিহাসের তৃতীয় দীর্ঘতম ছক্কা হাঁকিয়েছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পেসার চার্ল ল্যাঙ্গভেল্টের বলে মিড উইকেটের ওপর দিয়ে ১২২ মিটারের ছক্কা মারেন। সেই ম্যাচে তিনি মোট ৯টি ছক্কার সাহায্যে ৫৫ বলে ১০৬ রান করেছিলেন।

২) প্রবীন কুমার: ১২৪ মিটার

যদিও আপনারা এই তালিকায় কিংস ইলেভেনের প্রাক্তন পেসার প্রবীণ কুমারের নাম আশা করেননি। তবে আরও অবাক করবে মুম্বই ইন্ডিয়ান্সের ফাস্ট বোলার সর্বোচ্চ উইকেট শিকারী লাসিথ মালিঙ্গার বলে তিনি ১২৪ মিটার ছক্কা হাঁকিয়েছিলেন। 

১) অ্যালবি মরকেল: ১২৫ মিটার

Top 5 Longest sixes in the IPL History Till Now | Neo Prime Sport

আইপিএলের ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে লম্বা ছক্কা হাঁকিয়েছেন চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার অ্যালবি মরকেল। প্রথম মরসুমে ডেকান চার্জার্সের স্পিনার প্রজ্ঞান ওঝার বলে ১২৫ মিটার ছক্কা মারেন, শেষ পর্যন্ত তিনি ১৯ বলে ২৯* রানে অপরাজিত থাকেন, যার মধ্যে ছিল একটি চার ও দুটি ছক্কা।