ওয়ানডে ক্রিকেটের ৪ ‘সৌভাগ্যবান’ ব্যাটসম্যান, যাদের প্রতিটি সেঞ্চুরিতে জয় এসেছিল

প্রতিটা ব্যাটসম্যানের স্বপ্ন থাকে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়ে বড় অবদান রাখা। যেহেতু ক্রিকেট একটি অনিশ্চয়তার খেলা তাই সব ক্ষেত্রে এটি সম্ভব নয়। তবে বিশ্বে এমন ৪ জন খেলোয়াড় ছিলেন যাদের প্রতি সেঞ্চুরি ‘লাকি’ বলে প্রমাণিত হয়েছিল এবং সব গুলিতেই জয় আসে।

ওয়ানডে ক্রিকেটে এমন ৪ ‘সৌভাগ্যবান’ ব্যাটসম্যান রয়েছেন, যাদের প্রতিটি সেঞ্চুরিতে জয় এসেছিল; এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:- 

১) অ্যাডাম গিলক্রিস্ট: ১৬টি সেঞ্চুরি

অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট এর ব্যাট থেকে সেঞ্চুরি আসা মানেই দলের পক্ষে প্রতিবারই ‘লাকি’ বলে প্রমাণিত হয়। ওয়ানডে কেরিয়ারে গিলক্রিস্টের একটিও সেঞ্চুরি ব্যর্থ হয়নি, তার ১৬টি সেঞ্চুরিই অস্ট্রেলিয়া দলের জয়ের কারণ হয়েছিল।  

Legends Month: The best of Adam Gilchrist | cricket.com.au

গিলক্রিস্ট এর পরিসংখ্যান এর কথা বললে, ২৮৭টি ম্যাচে ৩৫.৮৯ ব্যাটিং গড় নিয়ে ৯,৬১৯ রান করেছেন। যার মধ্যে রয়েছে ১৬টি সেঞ্চুরি ও তার সর্বোচ্চ স্কোর ১৭২ রান।

২) ভিভ রিচার্ডস: ১১টি সেঞ্চুরি 

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডস অনেক স্মরণীয় ইনিংস খেলে দলকে জিতিয়েছেন। তারও ওয়ানডে কেরিয়ারের সমস্ত সেঞ্চুরিগুলো জয়ের কারণ হয়ে ওঠে।

Why everybody wanted to be 'King of Cool' Viv Richards

ভিভ রিচার্ডসের পরিসংখ্যানের কথা বললে, ১৮৭টি ম্যাচে ৪৭.০০ ব্যাটিং গড় নিয়ে ৬,৭২১ রান করেছেন। যার মধ্যে রয়েছে ১১টি সেঞ্চুরি ও তার সর্বোচ্চ স্কোর ১৮৯ রান।

৩) জেসন রয়: ৯টি সেঞ্চুরি

ইংল্যান্ডের বিধ্বংসী ওপেনার জেসন রয় একা হাতে বহু ম্যাচ জিতিয়েছেন। এখনো অব্দি তার একটিও সেঞ্চুরি ব্যর্থ যায়নি। এই তালিকায় তিনি একমাত্র সক্রিয় ব্যাটসম্যান।  

Roy's epic breaks England drought | cricket.com.au

জেসন রয়ের পরিসংখ্যানের কথা বললে, ৯৮টি ওডিআই ম্যাচে ৪০.০২ ব্যাটিং গড় নিয়ে ৩,৬৫৮ রান করেছেন। যার মধ্যে রয়েছে ৯টি সেঞ্চুরি এবং তার সর্বোচ্চ স্কোর ১৮০ রান।

৪) অ্যান্ড্রু সাইমন্ডস: ৬টি সেঞ্চুরি

অস্ট্রেলিয়ার মিডল অর্ডারের বিধ্বংসী ব্যাটসম্যান অ্যান্ড্রু সাইমন্ডস। টপ অর্ডারেরা ব্যর্থ হলে তিনি একা হাতে বহু ম্যাচ জিতিয়েছেন। তার অবদানের কথা অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড কখনও ভুলবে না। তবে তিনি বারবার নিয়ম লঙ্ঘন করে নিজের কেরিয়ার নষ্ট করেছেন। 

When Andrew Symonds knocked-down a streaker on pitch - Cricket Country

সাইমন্ডসের পরিসংখ্যানের কথা বললে, ১৯৮টি ম্যাচে ৩৯.৪৪ ব্যাটিং গড় নিয়ে ৫,৫০৪ রান করেছেন। যার মধ্যে রয়েছে ৬টি সেঞ্চুরি ও তার সর্বোচ্চ স্কোর ১৫৬ রান।