৪ ভারতীয় ক্রিকেটার যারা অভিষেক টেস্ট সিরিজে ‘ম্যান অব দ্যা সিরিজ’ হয়েছিলেন

প্রতিটি খেলোয়াড়ের দেশের হয়ে সাদা জার্সিতে টেস্ট খেলা একটি স্বপ্নের মত। ক্রিকেটবোদ্ধাদের মতে, এটিকেই ক্রিকেটের সেরা ফরম্যাট বলা হয়। খেলোয়াড়েরা তার অভিষেক টেস্ট ম্যাচকে স্মরণীয় রাখতে বিশেষ কিছু করার চেষ্টা করে থাকেন। তবে এই ক্ষেত্রে কেবল ৪ জন ভারতীয় ক্রিকেটার অভিষেক টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স এর মাধ্যমে ‘ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত’ হন, এবার দেখে নেয়া যাক

১) সৌরভ গাঙ্গুলী:

sourav ganguly: 'Life's best moment': Sourav Ganguly recalls his Test debut | Cricket News - Times of India

১৯৯২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার ৪ বছর ১৯৯৬ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় সৌরভ গাঙ্গুলীর। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে (১৩১ রান) স্মরণীয় করে রাখেন। এছাড়াও বল হাতে তিনটি উইকেট নিয়েছিলেন। সব মিলিয়ে ওই সিরিজে সৌরভের দুরন্ত পারফরম্যান্সের ভিত্তিতে ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন।

২) রবীচন্দ্রন অশ্বিন:

Ravi Shastri clears the air on Ravichandran Ashwin's fitness

দ্বিতীয় ভারতীয় খেলোয়াড় হিসেবে অভিষেক টেস্টে সিরিজে ‘ম্যান অব দ্যা সিরিজ’ হন রবীচন্দ্রন অশ্বিন। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি তার প্রত্যাশাকে ছাড়িয়ে গিয়ে দুরন্ত পারফরম্যান্স করেন। অশ্বিন অভিষেক টেস্টে সেঞ্চুরি ছাড়াও তুলে নেন মোট ২২টি উইকেট। তিন ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় দল ২-০ ব্যবধানে জয়লাভ করে।

৩) রোহিত শর্মা:

Worth waiting for: Rohit Sharma hits hundred on Test debut - Indian Express

২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রোহিত শর্মার অভিষেক হয়। ইডেন গার্ডেনে অনুষ্ঠিত ম্যাচটিতে একসময় ভারতীয় দলের স্কোরকার্ড ছিল ৮৫-৫, এরপর রোহিত শর্মা সাত নম্বরে ব্যাট করতে নেমে ১৭৭ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছিলেন। এরপর ওয়াংখেড়ে স্টেডিয়ামেও সেঞ্চুরি হাঁকিয়ে ভারতীয় দলকে জিতিয়েছিলেন। সেই সুবাদে তিনি ম্যান অব দ্যা ম্যাচ সিরিজের পুরস্কার পান।

৪) পৃথ্বী শ:

Prithvi Shaw cherishes man-of-the-series award in debut Test series - Sports News

ভারতীয় দলের ওপেনার পৃথ্বী শ ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক করেন। এই ম্যাচে কনিষ্ঠতম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ও তার পরের ম্যাচে ৭০ রানের একটি দুরন্ত ইনিংস খেলে ভারতকে জেতান। পৃথ্বী শ-র এমন পারফরম্যান্সের কারণে তিনি ‘ম্যান অব দ্যা সিরিজ’ নির্বাচিত হন।