টি-টোয়েন্টি ম্যাচে ৬ উইকেট নিয়েছেন এমন ৪ বোলার, তালিকায় দুই ভারতীয়

বর্তমানে তিন ফরম্যাটের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ‘টি-টোয়েন্টি’ ক্রিকেট। যদিও এই ফরম্যাটের ক্রিকেটে বোলারদের সম্মানটুকু রাখেনা ব্যাটসম্যানেরা। তা সত্ত্বেও কয়েকজন বোলার রয়েছেন যারা আন্তর্জাতিক একটি টি-টোয়েন্টি ম্যাচে ৬টি উইকেট নিয়েছেন। এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:-

১) দীপক চাহার:

Image

২০১৯ সালে নাগপুরে বাংলাদেশের বিপক্ষে ভারতীয় সুইং বোলার দীপক চাহার ৩.২ ওভারে মাত্র ৭ রান দিয়ে হ্যাট্রিক সহ তুলে নেন ৬টি উইকেট। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা বোলিং ফিগার। এছাড়াও তিনি একমাত্র ফাস্ট বোলার যিনি এই কৃতিত্ব অর্জন করেন। ১৭৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে প্রায় কাছাকাছি চলে এসেছিল বাংলাদেশী দল, কিন্তু ৩০ রান বাকি থাকতেই দীপক চাহারের বিষাক্ত বোলিংয়ে ‘টাইগার’রা ছারখার হয়ে যায়।

২) অজন্তা মেন্ডিস:

Jonathan Liew: The Mysterious Tale Of Ajantha Mendis | Wisden Cricket

অজন্তা মেন্ডিস বিশ্বের একমাত্র বোলার, যিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে দুইবার এই কৃতিত্ব অর্জন করেছেন। ২০১১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬ রান দিয়ে ৬টি উইকেট নেন। এর পরের বছরে ২০১২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ৮ রান দিয়ে আবারও ৬টি উইকেট নিয়েছিলেন। 

৩) যুজবেন্দ্র চাহাল:

For former chess champion Yuzvendra Chahal, checkmating England in the 3rd T20I was a piece of

২০১৭ সালে বেঙ্গালুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল ৪ ওভারে ২৫ রান দিয়ে ৬টি উইকেট তুলে নেন। ২০৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ইংল্যান্ড দল মাত্র ১২৭ রানে বিধ্বস্ত হয় চাহালের ঘূর্ণিতে। ৭৫ রানের বড় ব্যবধানে জয় পেয়েছিল ভারতীয় দল। 

৪) অ্যাস্টন অ্যাগার:

Cricket Australia vs South Africa, first T20: Ashton Agar takes hat-trick, video, highlights

২০২১ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার অ্যাস্টন অ্যাগার ৩০ রান খরচ করে ৬ উইকেট নিয়ে এই তালিকায় সামিল হয়েছেন। ২০৯ রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ড দল ১৪৪ রানে অলআউট হয়ে যায়। অ্যাস্টন অ্যাগারের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়া দল ৬৪ রানে জয়লাভ করে।