৩ কিংবদন্তি ক্রিকেটার যারা কখনও আইপিএলের দলের অধিনায়ক হতে পারেননি

বিশ্বের সেরা টি-টোয়েন্টি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এখনও পর্যন্ত ১২টি মরসুম সফলভাবে সম্পন্ন করেছে। ২০০৮ সালে চালু হওয়া আইপিএলের জনপ্রিয়তা আজ সারাবিশ্বে ছেয়ে গেছে। প্রতিটি ক্রিকেট তারকা এই লীগের দিকে তাকিয়ে থাকেন। এখনও পর্যন্ত অনেক তাবড় তাবড় দেশি-বিদেশি ক্রিকেটাররা এই লিগে অংশগ্রহণ করেছেন।

এই হাইপ্রোফাইল টি-টোয়েন্টি লিগে অনেক বিদেশি খেলোয়াড় ছিলেন যারা নিজের দেশকে নেতৃত্ব দিলেও আইপিএলে কখনও অধিনায়কত্ব করার সুযোগ পাননি। এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:

১) এবি ডি ভিলিয়ার্স:

MI vs RCB - IPL 2020 - Talking Points - Do RCB still rely too heavily on  Virat Kohli and AB de Villiers?

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডিভিলিয়ার্স বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা ২০১৫ বিশ্বকাপে সেমিফাইনাল খেলে। তিনি আইপিএলের প্রথম মরসুম থেকে খেলছেন। প্রথমে দিল্লি ডেয়ারডেভিলসে খেলেন, এরপর রয়্যাল চ্যালেঞ্জার্স এর হয়ে বেশ কয়েক বছর ধরে খেলছেন। তার অসাধারণ ব্যাটিং এর পাশাপাশি অধিনায়কত্বেও ভাল অভিজ্ঞতা রয়েছে। তবে কখনোও আইপিএল দলকে নেতৃত্ব দেওয়ার মতো সুযোগ পাননি।

২) ক্রিস গেইল:

Most Sixes Against MI: Top 5 Highest Sixes against MI in IPL History

ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল কেবল টি-টোয়েন্টিতেই নয়, একদিনের ক্রিকেটেও যথেষ্ট ভাল পারফরমেন্স করেছেন। তিনি তার দেশের হয়ে অধিনায়কত্বও পালন করেছেন তবে খুব বেশি সফল হতে পারেননি। ২০০৮ সাল থেকে খেলা ক্রিস গেইল আইপিএলের সবচেয়ে সফল বিদেশি ব্যাটসম্যান। তিনি এখনও পর্যন্ত কে আর কে, আরসিবির পরে কিংস ইলেভেন পাঞ্জাবের প্রতিনিধিত্ব করেছেন, কিন্তু কখনও অধিনায়কত্ব করার সুযোগ পাননি।

৩) লাসিথ মালিঙ্গা:

IPL 2021 Player Retention: Mumbai Indians Released Lasith Malinga as Pacer  Wanted to Retire

শ্রীলঙ্কা ক্রিকেট ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বোলারদের মধ্যে লাসিথ মালিঙ্গা অন্যতম। তিনি শ্রীলঙ্কা ক্রিকেট দলের হয়ে বড় অবদান রেখেছেন। এছাড়া তিনি শ্রীলঙ্কার টি-টোয়েন্টি এবং ওয়ানডে দলের অধিনায়কও ছিলেন। আগেই তিনি টেস্ট ও ওয়ানডে থেকে অবসর নেন, এদিন টি-টোয়েন্টি ক্রিকেটকেও বিদায় জানালেন। তিনি শুরু থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন ও সর্বোচ্চ উইকেট (১৭০টি) শিকারি বোলার। তবে এখনও পর্যন্ত আইপিএলের অধিনায়ক হওয়ার সুযোগ পাননি।