অঙ্কের ধাঁধা: বলতে পারবেন 20÷5×7-3= কত হবে? সঠিক উত্তর দিতে পারলেই আপনি জিনিয়াস!

কেবল জিনিয়াসরাই 20÷5x7-3 এর উত্তর দিতে সক্ষম হবেন

Math Puzzles: আজকাল সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বিভিন্ন ধরনের ধাঁধার পোস্টগুলি দেখা যায়। কখনো লুকিয়ে থাকা বস্তুটি আবার কখনো পার্থক্য শনাক্ত করা বা ছোটবেলার সরলীকরণগুলি সমাধান করতে হয়। এগুলি কোন ধাঁধার চেয়েও কম নয়। তবে অঙ্ক বিষয়ে যারা পারদর্শী তাদের ক্ষেত্রে এগুলি জলের মতো সহজ।

ছোটবেলায় অঙ্ক করতে গিয়ে কতই না বকা খেয়েছি, আজও অনেকের কাছে অঙ্ক মানেই একটা আতঙ্কের মত। যাইহোক গাণিতিক ধাঁধাগুলো সমাধান করে আপনার জ্ঞান ও প্রতিভার পরীক্ষা করতে পারেন। নিয়মিত এ জাতীয় ধাঁধার সমাধান করলে আপনার মস্তিষ্ক সক্রিয় হয়ে উঠবে ফলে আপনার স্ট্রেস লেভেল এবং ক্লান্তি কমাতে পারবেন।

অঙ্কটি হলো, 20÷5×7-3
এবার চটপট অঙ্কটির সমাধান করে বলুন উত্তর কত হবে। যারা ইতিমধ্যেই উত্তর দিয়েছেন তাদের বুদ্ধির প্রশংসা করতেই হয় এবং তারা জিনিয়াস। আর যারা এখনো অঙ্কটি নিয়ে চিন্তা ভাবনা করছেন, তাদের আরো কিছু সময় দেয়া হলো। যদিও বিভিন্ন লিখিত পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলি আসে যা সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হয়।

আপনি যদি আপনার আইকিউ লেভেল বাড়াতে চান তবে আপনার এটি চেষ্টা করা উচিত। তবে এই ধরনের চ্যালেঞ্জের মাধ্যমে শিশুদের গণিতের প্রতি আকর্ষণ বাড়িয়ে তোলা যায়। তবে ইন্টারনেটে নিত্য নতুন এই ধরনের ধাঁধাগুলি সমাধান করতে গিয়ে পাঠকেরা বিভ্রান্ত হচ্ছেন, যা এরই একটি বৈশিষ্ট্য।

আশা করি, এই ধাঁধাটির সমাধান করতে আপনি সফল হয়েছেন। আর যারা ব্যর্থ হয়েছেন তাদের বিচলিত হওয়ার কিছু নেই আমরা বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছি। আপনি যদি সরলীকরণের নিয়ম অনুসারে সমাধান করার চেষ্টা করেন, তাহলে এর উত্তর নির্ভুল হবে। এবার নিচে দেখুন তো আপনার উত্তরের সাথে মিলেছে কিনা…

Image

সমস্যাটি হলো, 20÷5×7-3
= (20÷5×7)-3
= (4X7)-3
= 28-3
= 25 (সঠিক উত্তর)।