যুবরাজ বেছে নিলেন এই তিন ব্যাটসম্যান; যারা T20-তে ডাবল সেঞ্চুরি হাঁকাতে পারেন

যখন টি-টোয়েন্টি ক্রিকেটের প্রসঙ্গ ওঠে তখন বিধ্বংসী ব্যাটসম্যান যুবরাজ সিংয়ের কথা স্মরণে আসে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি ৬ বলে ৬টি ছক্কা হাঁকিয়েছিলেন এবং ১২ বলে হাফসেঞ্চুরি করে বিশ্বরেকর্ড করেন।

তবে এই প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার মনে করেন যে টি-টোয়েন্টি ক্রিকেটেও ডাবল সেঞ্চুরি হাঁকানো সম্ভব। তবে এই অসম্ভব কাজটি কেবল তিনজন ব্যাটসম্যানই করে দেখাতে পারেন বলে তিনি জানিয়েছেন।

Image result for Yuvraj

যুবরাজ সিং জানিয়েছেন যে, “আমি মনে করি এটি (টি-টোয়েন্টি ডাবল সেঞ্চুরি) করা খুব শক্ত। তবে এটা আমি অসম্ভব বলেও মনে করি না। আজকাল যেভাবে ক্রিকেট খেলা চলছে, তাতে ডাবল সেঞ্চুরি হতেই পারে। এখন শুধু সেই সময়ের অপেক্ষায়।”

এই ভারতীয় বাঁহাতি ব্যাটসম্যান আরও জানিয়েছেন যে, আমার দৃষ্টিতে দুইজনই টি-টোয়েন্টি ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করতে পারে, ক্রিস গেইল এবং এবি ডি ভিলিয়ার্স। আর তৃতীয় ব্যক্তি হবেন রোহিত শর্মা; যিনি অনায়াসে টি-টোয়েন্টিতে দ্বিশতরান করতে পারেন। স্পোর্টস-৩৬০ এর সাক্ষাৎকারে তিনি একথা জানান।

Image result for Rohit T20 century

প্রসঙ্গত, রোহিত শর্মা টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত চারটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। এছাড়া নিউজিল্যান্ডের কলিন মুনরো এবং অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল তিনটি সেঞ্চুরি করে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।

এই মুহূর্তে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরটি রয়েছে অ্যারোন ফিঞ্চের নামে, যিনি ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭২ রান করেছিলেন।