অরিজিৎ কিংবা শ্রেয়া নয়, বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত গায়ক কে জানলে অবাক হবেন

জানেন বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত গায়ক কে

বর্তমানে বলিউডে (Bollywood) সেরা প্লেব্যাক সিঙ্গারদের তালিকায় প্রথম সারিতেই রয়েছেন অরিজিত সিং (Arijit Singh), শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal), সোনু নিগম (Sonu Nigam), সুনিধি চৌহান (Sunidhi Chauhan) -দের মতো সঙ্গীত শিল্পীরা। তবে আপনি জানলে অবাক হবেন, বলিউডে এমন এক গায়ক আছেন যার পারিশ্রমিকের কাছে অরিজিত-শ্রেয়াদের চুনোপুটি বলেই মনে হবে।

বলিউড ইন্ডাস্ট্রিতে যদি পারিশ্রমিকের কথা ওঠে তাহলে মহিলাদের মধ্যে এগিয়ে রয়েছেন শ্রেয়া ঘোষাল। তিনি বর্তমানে গান পিছু ২৫ লক্ষ টাকা পারিশ্রমিক নেন। এরপর দেশের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত গায়কদের তালিকায় অরিজিৎ তৃতীয় স্থানে, যিনি ২০ থেকে ২২ লক্ষ টাকা পারিশ্রমিক নেন।

তারপরেই রয়েছেন সোনু নিগম ও বাদশা, যারা ১৮ থেকে ২০ লক্ষ টাকা পারিশ্রমিক পান। এরপরে শান, নেহা কক্কর, মিকা সিং, হানি সিং-রা। এবার আসা যাক আসল কথায় – বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত গায়ক কে? যিনি একটি গান গাইতেই নাকি ৫ কোটি টাকা পারিশ্রমিক নেন!

আসলে এই সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত সঙ্গীতশিল্পী সুর বাঁধতেই বেশি ব্যস্ত থাকেন। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করেন তিনি। এমনকি তিনি প্রথম ভারতীয় যিনি দুবার অস্কার (Oscars) পেয়েছেন। তবুও হিন্দি মিউজ়িক ইন্ডাস্ট্রিতে যত নেপথ্য কণ্ঠশিল্পী রয়েছেন তাঁদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক তিনিই পান।

ছবিতে একটি গান গাওয়ার জন্য এ আর রহমান (AR Rahman) লাখে নয়, কোটিতে পারিশ্রমিক নেন। তিনি গান পিছু পারিশ্রমিক পান ৩ কোটি টাকা। তবে তার ওপর এমন নজিরও রয়েছে যে তিনি নাকি একটি গানের জন্য ৫ কোটি টাকাও পারিশ্রমিক নিয়েছেন।

প্রসঙ্গত, মুসলমান হিসেবে ধর্মান্তরিত হবার আগে এ আর রহমানের নাম ছিল এ এস দিলীপ কুমার। তার পুরস্কার গুলির মধ্যে রয়েছে দুটি অস্কার, একটি বাফটা পুরস্কার, একটি গোল্ডেন গ্লোব, চারটি ন্যাশনাল ফিল্ম এওয়ার্ড এবং ১৩ টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।