Recharge: কখনও ভেবেছেন মোবাইল রিচার্জ ৩০ দিনের পরিবর্তে ২৮ দিন হয় কেন

বিভিন্ন টেলিকম সংস্থাগুলি যেমন রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া (Vi) এক মাসের রিচার্জের নামে গ্রাহকদের ৩০ দিনের পরিবর্তে ২৮ দিনের বৈধতা দেয়। একইভাবে দুই মাসের রিচার্জে গ্রাহকরা ৫৪ বা ৫৬ দিনের বৈধতা পেয়ে থাকেন। তিন মাসের রিচার্জে ৯০ দিনের পরিবর্তে ৮৪ দিনের বৈধতা দেয়া হয়। কখনো ভেবেছেন এমনটা হওয়ার কারণ কি, এবার জেনে নেওয়া যাক:

Image

অতীতে ৩০ দিনের বৈধতা দেয়া হতো। তবে সম্প্রতি সময়ে বিভিন্ন বেসরকারি টেলিকম সংস্থাগুলি অতিরিক্ত লভ্যাংশের কথায় মাথায় রেখে একমাসের রিচার্জে ২৮ দিনের বৈধতা দেয়। এর ফলে কোটি কোটি টাকা লাভবান হচ্ছে তারা। এবার গ্রাহকরা যদি মনে করেন তারা এক বছরে ১২ বার রিচার্জ করছেন, কিন্তু বাস্তবে তা নয়।

আসলে ২৮ দিনের বৈধতা অনুযায়ী গ্রাহকরা বছরে ১৩ বার রিচার্জ করেন। কারণ প্রতিমাসে ২ দিনের মেয়াদ কমে যাওয়ায় বছরের শেষে অতিরিক্ত ২৮ দিন বাকি থাকে। এভাবেই গ্রাহকরা ১৩ মাসের রিচার্জ করছেন।

একইভাবে দুই মাসের ৫৬ দিন মেয়াদ থাকলে বছর শেষে ২৪ দিন অতিরিক্ত থাকে। এর সাথে মাস অনুযায়ী ৩১ দিনের অতিরিক্ত ৬টি দিন বের হয়। অন্যদিকে তিন মাসের রিচার্জে ৮৪ দিনের মেয়াদ অনুযায়ী বছরে ২৪ দিন বের হয়। এদিকে ৩১ দিন মাসের অতিরিক্ত ৬ দিন যোগ করুন। এভাবে আপনাকে বছরে ১৩ মাসের রিচার্জ করিয়ে নিচ্ছে।