জানেন পুরুষদের শার্টের পিছনে এই লুপটি থাকে কেন

কখনও ভেবেছেন পুরুষদের জামায় এই লুপটি থাকে কেন? হয়ত এই প্রশ্নটি অনেকের মাথায় এলেও এর উত্তরটি অনেকেরই অজানা। তবে কি শুধু ফ্যাশনের জন্য নাকি এর অন্য কাজ রয়েছে? প্রকৃতপক্ষে এটি কাজে লাগে না বললেই অধিকাংশ মানুষের ভুল ধারণা রয়েছে।

কিন্তু এই লুপটি বিশেষ প্রয়োজনেই ব্যবহৃত হতো। পুরুষদের পোশাকে অনেক পরিবর্তন এসেছে আর ছয়ের দশক থেকে এই লুপ পুরুষদের জামার অত্যাবশকীয় অংশ হয়ে গেছে।

জানা যায় এই ধরনের লুপকে বলা হয় ‘লকার লুপ’। অতীতে নাবিকদের জন্যই পোশাকে এই বিশেষ অংশটি সংযোজন করা হয়েছিল। দীর্ঘদিন তাদের সমুদ্রে কাটাতে হতো। জামা পরিষ্কার করে হ্যাঙ্গার ছাড়াই এই লুপের সাহায্যে জামাকে ঝুলিয়ে রাখতে পারতেন এবং তাতেই জামা শুকানো যেত।

এছাড়া এই লুপটি এমন জায়গায় রাখা আছে যে জামা ঝুলিয়ে রাখলেও তাতে ভাঁজ পড়ে না। তাহলে পরের দিন ওই পোশাকই পরতে পারতেন নাবিকরা। অনেক সময় জাহাজের হুকেই নাবিকরা তাদের জামা ঝুলিয়ে রাখতেন।

মূলত এই কারণেই লুপটির আবিষ্কার হয়েছিল। নাবিকদের প্রয়োজন এতদিনে ফুরিয়েছে। কিন্তু ফ্যাশনের জগত থেকে লুপটির বিদায় হয়নি। এটি কেবল ফ্যাশন হয়েই শার্টের পিছনে ঝুলে থাকে ছোট্ট এই লুপটি। বর্তমানে এই লুপকে বলা হয় ‘লকার লুপস’।