Blue Road: বিশ্বের এই দেশটির রাস্তার রঙ নীল, এর কারণ যেন আপনি অবাক হবেন

Blue Road: ভারত সহ বিশ্বের অধিকাংশ দেশগুলির রাস্তা স্বাভাবিকভাবেই কালো হয়ে থাকে। তবে বিশ্বের এমন একটি দেশ রয়েছে যেখানকার রাস্তাগুলি নীল রঙের। অনেকেরই মনে হতে পারে হয়ত বা এটি সুন্দর ও ডিজাইনের জন্য, কিন্তু তা একেবারেই নয়। এর পিছনেও রয়েছে এক বৈজ্ঞানিক কারণ। তাহলে এবার চলুন জেনে নেওয়া যাক এটি কোন দেশ এবং কেনই বা সে দেশের রাস্তার রং নীল?

বর্তমানে গ্লোবাল ওয়ার্মিং গোটা বিশ্বকে এক হুমকির মুখে এনে দাড় করিয়েছে। যার ফলে তাপমাত্রা বৃদ্ধি বিশ্বের এক গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাড়িয়েছে।যা নিয়ে বিশ্বের প্রায় সমস্ত দেশ গুলি প্রতিনিয়ত কোন না কোন পদক্ষেপ গ্রহণ করে চলেছে। এবং তা নিয়ে প্রায়শই দেশের প্রতিনিধিরা আলোচনার মাধ্যমেই এর সুরাহা করার চেষ্টাও করছে।

Image

এখন আসল কথা হচ্ছে বিশ্বের এমন কোন দেশ আছে যারা রাস্তায় নীল রঙ ব্যবহার করছে। সেই দেশটি হল ‘কাতার’ বিগত বছর গ্লোবাল ফিন্যান্সের তালিকায় শীর্ষে ছিল কাতার। ২০ বছর ধরেই তারা শীর্ষ ধনী দেশের অবস্থান ধরে রেখেছে। এখন প্রশ্ন হল কেনই বা তাদের এই রাস্তার নীল রং করার প্রয়োজন পড়ল?

কাতার স্বাভাবিকভাবেই উত্তপ্ত ও শুষ্ক মরু এলাকা। গ্লোবাল ওয়ার্মিং এর ফলে তাপমাত্রা বৃদ্ধির সমস্যার বিরুদ্ধে লড়াই করার জন্য কাতার নিজের দেশের রাস্তাগুলিকে নীল রং ব্যবহার করেছে, যাতে গ্লোবাল ওয়ার্মিং এর দ্বারা বৃদ্ধি তাপমাত্রা থেকে সামান্য হলেও স্বস্তি পাওয়া যায়।

Image

বৈজ্ঞানিক মতে, একটি কালো বা বাদামি রঙের রাস্তার তাপমাত্রা ২০ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রির বেশি হয়ে থাকে। নানা পরীক্ষায় উঠে এসেছে যে, কালো রং সবচেয়ে বেশি তাপ আকর্ষণ করে। তাই রাস্তার পাশে গাছ না থাকলে কালো রাস্তার তাপমাত্রা আরও বৃদ্ধি পায়।

Image

তাই কাতার তার রাস্তাগুলিকে নীল রঙে পরিবর্তন করেছে কারন এর থেকে তাপমাত্রা ১৫ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি কমে। জানিয়ে রাখি, কাতারই প্রথম দেশ নয়, কাতার ছাড়াও লাস ভেগাস, মক্কা এবং টোকিও শহরের রাস্তাগুলিও নীল রং এর ব্যবহার করা হয়েছিল।