নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার জাতীয় পতাকার এক কোণে ব্রিটিশ পতাকা থাকে কেন জানেন?

যে কারণে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের পতাকায় ব্রিটিশ পতাকা থাকে?

National Flag : প্রতিটি দেশের নিজস্ব জাতীয় পতাকা রয়েছে এবং সবগুলিই আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। কোনোটি রং এর ক্ষেত্রে আবার কোনটি আকৃতির ক্ষেত্রে। তবে অস্ট্রেলিয়া (Australia) এবং নিউজিল্যান্ডের (New Zealand) জাতীয় পতাকা অন্যান্য দেশের থেকে কিছুটা আলাদা। তবে আপনি কি এ দুটি পতাকায় বিশেষ কিছু লক্ষ্য করেছেন?

আসলে এই দুটি দেশের জাতীয় পতাকার কোণে ব্রিটিশ পতাকা রয়েছে। আপনি আর অন্য কোন দেশের জাতীয় পতাকায় ব্রিটিশ পতাকা দেখতে পাবেন না। আসলে যখনই কোন কিছু সম্পর্কিত ছবি বা লোগো ব্যবহার করা হয়, তার ওপর কপিরাইট আরোপ করা হয়। তাহলে কিভাবে অন্য দেশের পতাকা আরেক দেশ পতাকায় ব্যবহার করছে?

Image

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের জাতীয় পতাকার কোণে ব্রিটিশ পতাকা (ইউনিয়ন জ্যাক) রয়েছে কারণ এ দুটি দেশই একসময় ব্রিটিশ উপনিবেশের অংশ ছিল। তারা এখনো ব্রিটিশ কমনওয়েলথ দেশের অংশ। ইউনিয়ন জ্যাক অর্থাৎ ব্রিটিশ পতাকার উপস্থিতি সেই সম্পর্কের প্রতীক হিসেবে ধরা হয়।

এছাড়াও নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার পতাকায় ইউনিয়ন জ্যাক থাকার কিছু কারণ রয়েছে। এটি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং যুক্তরাজ্যের মধ্যে সংযোগের প্রতিনিধিত্ব করে। একসময় অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড বিদেশি ব্রিটিশ উপনিবেশের ঘাঁটি ছিল। আসলে ব্রিটিশ পতাকা নিউজিল্যান্ডের ঐতিহাসিক ভিত্তিকে এবং আধিপত্য হিসেবে স্বীকৃতি দেয়।

23 Countries and Territories With Union Jack in Their Flags - AZ Animals

ইউনিয়ন জ্যাক ছাড়াও অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের পতাকার মধ্যে বেশ কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। আসলে অস্ট্রেলিয়ার পতাকায় ছয়টি সাদা রঙের তারকা চিহ্ন রয়েছে আর সেখানে নিউজিল্যান্ডের পতাকায় চারটি লাল রঙের তারকা চিহ্ন রয়েছে। তবে অনেক সময় অন্যান্য দেশের মানুষেরা এই দুটি পতাকা নিয়ে গুলিয়ে ফেলে।