শপিংমলের টয়লেটে নিচের অংশটা খোলা থাকে কেন? শুনলে তাজ্জব হবেন

যে কারণে শপিং মলের টয়লেটের নিচের অংশটা খোলা থাকে

Toilets Door in shopping malls: আপনি নিশ্চয়ই শপিংমল বা বিলাসবহুল দোকানের টয়লেটগুলো দেখে থাকবেন। কিন্তু কখনো ভেবেছেন কি টয়লেটের দরজার নিচের অংশটা খোলা থাকে কেন? আপনার বাড়িতে যেমন দরজা থাকে এটি কেন সেরকম নয়! আসলে এগুলো বিশেষ উপায়ে তৈরি করা হয়। এবার বিস্তারিত জেনে নেওয়া যাক….

Image

শপিং মলের দরজার নিচ থেকে যে ফাঁকা থাকে এগুলি করার পিছনে অনেকগুলি উদ্দেশ্য রয়েছে। প্রথমত নিরাপত্তা জনিত কারণে। যদি কোন শিশু ভুলবশত টয়লেটে ঢুকে যাওয়ার পর, দরজা লক হয়ে যায়, সেই অবস্থায় তাকে সহজেই বের করা যেতে পারে। অর্থাৎ এমন দরজার পিছনে নিরাপত্তার বড় কারণ রয়েছে।

দ্বিতীয়ত, শপিংমলের টয়লেটগুলি অজস্র মানুষ ব্যবহার করে। এই অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রেও সমস্যা দেখা দেয়। তাই বাইরে থেকেই যাতে পরিষ্কার করা যায় সেই জন্যই দরজাগুলিকে এইভাবে ডিজাইন করা হয়েছে। এভাবে টয়লেট তুলনামূলকভাবে অনেক বেশি পরিষ্কার থাকে।

অনেক সময় দেখা যায়, কাপলসরা শপিংমল বা মাল্টিপ্লেক্সের টয়লেটে যৌ*ন ক্রিয়াকলাপ শুরু করে দেয়। শপিংমল গুলোর দরজা নিচে থেকে কাটা থাকার কারণে, এ ধরনের কোন কাজ করার আগে তারা অবশ্যই ভাবেন। এমনকি অনেকেই ধূমপান করে। যা স্বাস্থ্যের জন্য বিপদজনক হতে পারে। নিচ থেকে দরজা কাটা থাকার কারণে এমন কোনও সমস্যা হয় না।

Image

এছাড়াও অনেক সময় প্রয়োজনীয় জিনিসপত্র, যেমন টিস্যু পেপার, সংবাদপত্র বা মোবাইল আদান-প্রদানের ক্ষেত্রেও সুবিধা হয়। দরকারের সময় গেট খোলার প্রয়োজনও পড়ে না। এমনই কিছু সুবিধার কথা ভেবেই শপিংমলের দরজাগুলোর নিচের অংশটি কাটা থাকে।