২৩ শে সেপ্টেম্বর এত গুরুত্বপূর্ণ কেন? জানেন আজ কোন দিবস?

ইতিহাস কথা বলে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাগুলি ইতিহাসে স্থান পায় তাই ইতিহাসের দিনপঞ্জি হিসেবে মানুষের কাছে গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ ২৩ সেপ্টেম্বর, ২০২০। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয় –

∆ আজ ২৩ শে সেপ্টেম্বর দিন ও রাত সমান। যাকে ভৌগোলিক ভাষায় “জলবিষুব” বলা হয়। বিষুব হলো বছরের এমন একটি সময়, যখন দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয়ে থাকে। বছরের দুইটি দিনে এরকম হয়ে থাকে। এর একটি দিন হলো ২১ মার্চ এবং অন্যটি ২৩ সেপ্টেম্বর।

∆ ১৮৭০ সালের এই দিনে ইতালির সেনাবাহিনী ফ্রান্সের কাছ থেকে রোম দখল করে।

∆ ১৯৬৫ সালের এই দিনে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতি ঘটে।

∆ ১৯৯১ সালের এই দিনে সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া) থেকে স্বাধীনতা লাভ করে আর্মেনিয়া।

∆ ১৯৪৩ এই দিনে ভারতীয় অভিনেত্রী তনুজা জন্মগ্রহণ করেন।

∆ ১৯৮৫ সালের এই দিনে ভারতীয় ক্রিকেটার আম্বাতি রাইডু জন্মগ্রহণ করেছিলেন।

∆ ১৮৪৬ সালের এই দিনে নেপচুন, যা কিনা সোলার সিস্টেম এর অষ্টম গ্রহ, আবিষ্কৃত হয়েছিল।

∆ ১৮৪৭ সালের এই দিনে বাঙালি রাজনীতিবিদ এবং সমাজসেবক আনন্দমোহন বসু জন্মগ্রহণ করেন।

∆ ১৯০৭ সালের এই দিনে অজিত কুমার দত্ত, তিনি ছিলেন বাঙালি সাহিত্যিক এবং অধ্যাপক জন্মগ্রহণ করেন।

∆ ১৯১০ সালের এই দিনে স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী প্রমথনাথ মিত্র মৃত্যুবরণ করেন।

∆ আজ আন্তর্জাতিক ইশারা ভাষা বা সাংকেতিক ভাষা দিবস।