শুধুমাত্র ১লা এপ্রিল কেন ‘এপ্রিল ফুল’ পালিত হয়? জানেন এই দিনে বোকা বানানোর গল্প কী

April Fool’s Day: ১লা এপ্রিল অর্থাৎ ‘এপ্রিল ফুল দিবস’ সারা বিশ্বে পালিত হয়। এই দিনে মানুষেরা তাদের বন্ধু বান্ধব বা পরিবারের সদস্যদের বোকা বানিয়ে উদযাপন করে। কৌতুকের পাশাপাশি উত্তেজনায় ভরপুর থাকে দিনটি। আগে শুধুমাত্র ফ্রান্স ও ইউরোপের কিছু দেশে পালিত হলেও এখন ধীরে ধীরে বিশ্বের প্রতিটি দেশেই এপ্রিল ফুল দিবস পালিত হচ্ছে।

এই দিবস পালনের পেছনে অনেক গল্পই প্রচলিত রয়েছে। ১লা এপ্রিল কেন এপ্রিল ফুল দিবস পালিত হয়, তার কোন সঠিক প্রমাণ না থাকলেও এ নিয়ে নানান প্রচলিত কাহিনী রয়েছে। একটি ঘটনা অনুসারে জানা যায়, এপ্রিল ফুল দিবস শুরু হয়েছিল ১৩৮১ সালে। সেই সময় রাজা রিচার্ড ও রানী অ্যান ঘোষণা করেছিলেন যে তারা ৩২ মার্চ ১৩৮১ সালে বাগদান করতে যাচ্ছেন।

Image

বাগদানের খবর শুনে জনগণ খুশি হলেও কিছু মানুষ বুঝতে পেরেছিল যে ৩১ মার্চের পর ৩২ মার্চ আসে না। এরপর মানুষ বুঝলো যে তাদের বোকা বানানো হয়েছে। কথিত আছে, তখন থেকেই ৩২ মার্চ অর্থাৎ ১লা এপ্রিলকে ‘বোকা দিবস’ হিসেবে পালন করা হয়।

আরো কিছু প্রচলিত কাহিনী অনুসারে জানা যায়, ইউরোপের দেশগুলিতে ১লা এপ্রিল নববর্ষ উদযাপিত হতো। এরপর যখন পোপ গ্রেগরী একটি নতুন ক্যালেন্ডার গ্রহণের নির্দেশ দেয়, তখন পয়লা জানুয়ারি থেকে নতুন বছর উদযাপন করা শুরু হয়। কেউ কেউ তখনও পয়লা এপ্রিলকে নতুন বছর হিসেবে উদযাপন করতো, তখন এই ধরনের লোকেদের বোকা ভেবে মজা করা হতো। এভাবেই শুরু হয় এপ্রিল ফুল দিবস।  

Image

যাইহোক, উনিশ শতকের মধ্যে এপ্রিল ফুল দিবস জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে সারাবিশ্বে ‘এপ্রিল ফুল’ দিবস উদযাপন করা হয়। কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী, উনিশ শতকে ব্রিটিশরা ভারতবর্ষে এই দিনটি উদযাপন করা শুরু করেছিল। সেই সংস্কৃতির ছোঁয়া লেগে এখন ভারতীয়রাও এই দিনটি হাসি ও উল্লাসের মাধ্যমে পালন করেন।