কেন ভারত ১০ বছর ধরে আইসিসি ট্রফি জিততে পারেনি, প্রকাশিত হয়েছে ব্যর্থতার বড় কারণ

Team India: ভারতীয় ক্রিকেট দল শেষবার কোনও আইসিসি ট্রফি জিতেছিল তা আজ থেকে ১০ বছর আগে। ২০১৩ সাল থেকে কোন আইসিসি ট্রফি নেই। এরমধ্যে দলের খেলোয়াড় বদল, কোচ বদল, এমনকি অধিনায়কও বদল, কিন্তু এখনো আইসিসি ট্রফি হাতে নেই। গত ১০ বছরে ভারতীয় দল কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি।

আইসিসি ট্রফিতে ভারতের হারের সবচেয়ে বড় কারণ জানিয়েছেন পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। হাফিজ একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে, টিম ইন্ডিয়া বড় টুর্নামেন্টে নিজের উপর চাপ নিতে শুরু করে যার কারণে দলের পারফরম্যান্স খারাপ হয়। তিনি বলেন, বড় টুর্নামেন্টের নকআউট ম্যাচের চাপ থাকে। এই কারণেই টিম ইন্ডিয়া চাপ সহ্য করতে না পেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।

Image

হাফিজ আরও বলেছেন, ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে যেমন পার্থক্য রয়েছে, তেমনি দ্বিপাক্ষিক সিরিজ এবং আইসিসি টুর্নামেন্টের মধ্যেও পার্থক্য রয়েছে। ২০২২ বিশ্বকাপ সম্পর্কে হাফিজ বলেন, এই টুর্নামেন্টে দলের পারফরম্যান্স খুবই খারাপ ছিল। ভারতীয় দল এখানেও চাপ সহ্য করতে ব্যর্থ হয়েছে, যে কারণে তারা নকআউট পর্বে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে।

প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর প্রশংসা করেছেন মোঃ হাফিজ। তিনি বলেছেন, ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখান গাঙ্গুলী। দলে বিশ্বকাপ জয়ের প্রত্যয় জাগিয়েছিলেন তিনি। এরপর টিমের হাল ধরেন মহেন্দ্র সিং ধোনি। যার নেতৃত্বে ভারতীয় দল তিনটি আইসিসি ট্রফি জেতে।

Image

তবে ২০২৩ সালে ভারতীয় দলের তিনটি ট্রফি জেতার সুযোগ রয়েছে। প্রথমত অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জয়ের সুযোগ রয়েছে। দ্বিতীয় সুযোগ রয়েছে সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিত হতে চলা এশিয়া কাপ জয়ের। এরপরই অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ জয়ের সুযোগ রয়েছে দলটির। প্রসঙ্গত, ২০১১ সালে দেশের মাটিতেই বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল।