অবাক তথ্য: তাসের চারটি রাজার মধ্যে একজনের গোঁফ নেই কেন জানেন

Playing Card Facts: আপনি কখনো না কখনো তাস খেলেছেন বা অন্যদের খেলতে দেখেছেন। ৫২টি তাসের মধ্যে চারটি রাজাও থাকে। কিন্তু লক্ষ্য করলে দেখবেন তিনজনের মধ্যে একজনের গোঁফ নেই। কিন্তু কখনো ভেবে দেখেছেন এমনটা হয় কেন বা এই নিয়ে আপনার মনে কোন সময় প্রশ্ন নিশ্চয় এসেছে।

এই খেলাটির প্রতি মানুষের এক প্রকার নেশা রয়েছে। বিভিন্ন উৎসবে অনেকেই তাস খেলতে বসে যান, আবার কেউ কেউ অবসর সময় কাটাতেও তাস খেলেন। আজকাল অনলাইন গেমের যুগে মানুষকে তাস খেলতে দেখা যায়। তবে এই খেলাটির মধ্যে এমন অনেক রহস্য লুকিয়ে রয়েছে যা হয়তো আপনিও জানেন না।

Image

মোট ৫২টি তাসের মধ্যে চারটি ভিন্ন ধরনের তাস রয়েছে। যথা — ১) হরতন বা হার্টস্, ২) রুইতন বা ডায়মন্ড, ৩) চিড়িতন বা ক্লাবস্, ৪) ইস্কাবন বা স্পেডস্ এবং প্রত্যেকটিতেই একজন করে রাজা রয়েছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, প্রতিটি রাজার গোঁফ থাকলেও কেবল হরতন বা হার্টস্ এর গোঁফ নেই।

জানা গেছে, প্রথম দিকে প্রতিটি রাজার গোঁফ ছিল কিন্তু নতুন করে যখন ডিজাইন করা হয় তখন হরতন রাজার গোঁফ বানাতে ভুলে গিয়েছিল। কিন্তু মজার ব্যাপার হলো এর পরেও সেই ভুল শুধরানো হয়নি। সেই থেকেই হরতনের রাজা গোঁফহীন। তবে এই ভুল শুধরে না নেওয়ার পেছনেও আরও একটি কারণ রয়েছে। 

Image

জানা যায়, হরতনের রাজার ছবিটি ফরাসি রাজা শার্লামেনের ছবি, যিনি দেখতে খুবই আকর্ষণীয় ছিলেন। মিডিয়া রিপোর্ট অনুসারে বলা হয়েছে, তাসের এই রাজাগুলিকে ইতিহাসের কয়েকজন বিখ্যাত রাজাকে উৎসর্গ করা হয়েছে। যার মধ্যে মেসিডোনিয়ার রাজা আলেকজান্ডার, ইজরাইলের রাজা ডেভিড, রোমান রাজা অগাস্টার সিজার আর এদিকে ফ্রান্সের রাজা শার্লামেনের ছবির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।