চুম্বন করার সময় চোখ বন্ধ হয়ে আসে কেন? এর উত্তরে কী বলেছেন বিশেষজ্ঞরা
যে কারণে চুম্বন করতে গেলে চোখ বন্ধ হয়ে আসে
Before the kiss: আপনার সঙ্গীর প্রতি ভালোবাসা প্রকাশের সর্বোত্তম উপায় হল চুম্বন করা। আবেগে ভরা একটি চুম্বন দুজন সঙ্গীর মধ্যে দূরত্ব কমায়ে এবং তাদের কাছাকাছি নিয়ে আসে। তবে চুম্বন করার সময় প্রায় মানুষ চোখ বন্ধ করে দেয়। হয়তো আপনি মুভিতেও দেখবেন দুজন মানুষ যখন একে অপরকে চুম্বন করে তাদের চোখ বন্ধ থাকে।
কিন্তু আপনি কখনো ভেবেছেন যে একে অপরকে চুম্বন করতে গেলে আপনাআপনি চোখ বন্ধ হয়ে যায় কেন? গবেষকদের মতে, এই সময় মস্তিষ্কে ভালোলাগার অনুভূতি ছড়িয়ে পড়ে। মস্তিষ্ক একইসঙ্গে দুটি ভালো কাজ করতে পারে না। তাই দর্শনেন্দ্রিয়র তুলনায় স্পর্শজনিত বিষয়গুলোকে গুরুত্ব দিতে মস্তিষ্ক তখন চোখকে বন্ধ করার নির্দেশ দেয়।
কিন্তু মস্তিষ্ক এমনটা কেন করে? লন্ডন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানীদের মতে, দৃষ্টিশক্তি ও বোধশক্তি অন্যদিকে ব্যস্ত থাকলে আমাদের সেন্সর অঙ্গগুলো আর তেমন গুরুত্ব দেয় না। তাই চোখ খোলা থাকলে চুমু থেকে সার্বিক আনন্দ পাওয়া যায় না। কিন্তু জোর করে চুম্বন করতে গেলে ঠিক তার উল্টো প্রতিক্রিয়া দেখায় মগজ অর্থাৎ চোখ খোলা থাকে।
যে কোন আনন্দদায়ক বিষয়কে উপভোগ করতে গেলে চোখের পেশিগুলো শিথিল হয়ে যায়। তাই ভালো গান শোনা বা সুস্বাদু খাবারের স্বাদ টেস্ট করার সময়ও চুম্বনের মত চোখ বন্ধ হয়ে আসে। এছাড়াও ভালোবাসার মানুষকে চুম্বনের সময় তার শরীরের গন্ধের অনুভূতি দ্রুত মস্তিষ্কে পৌঁছায়। এমন সময় চোখ খোলা থাকলে এই অনুভূতি মস্তিষ্ক পায়না। তাই চোখ বন্ধ করে ভালোলাগার অনুভূতিটি সারা শরীরে ছড়িয়ে যায়।
তবে মনোবিজ্ঞানীদের মতে, চোখ বন্ধ করে চুম্বন করলে উল্টো দিকের মানুষটার প্রতি আস্থা ও ভরসা প্রদর্শন করা হয়। পার্টনারের প্রতি সুসম্পর্ক থাকলে চুম্বনের সময় আমাদের মনে সেই ভাব আরো প্রকট হয়ে ওঠে। এর পাশাপাশি এই অনুভূতিটি আমাদের হার্টকে অনেকটা মজবুত করে। চুমুর ছোঁয়া পেলে হৃদগতি বাড়ে যৌন উদ্দীপক হরমোন ক্ষরিত হয়। এই ইচ্ছা থেকেই চোখ বন্ধ হয়ে যায়।