আমরা দুঃখ পেলেই কেন দুঃখের গান শুনতে পছন্দ করি, গবেষণা কি বলছে জেনে নিন

আপনি প্রায়ই এমন লোকেদের দুঃখের গান শুনতে দেখেছেন যারা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। বিশেষ করে সম্প্রতি যাদের ব্রেকআপ হয়েছে। এছাড়াও মন খারাপের কারণেও আপনি বা আমি একা বসে দুঃখের গান শুনতে পছন্দ করি। কিন্তু কখনো ভেবে দেখেছেন আমরা এমনটা কেন করি?

দেশের জনপ্রিয় প্রতিষ্ঠান আইটিআই মান্ডি এ নিয়ে গবেষণা করে। এই প্রতিবেদনে সেই গবেষণার কথা জানানো হয়েছে। আইটিআই মান্ডি ২০ জনের উপর এই বিষয়ে একটি গবেষণা চালায়। গবেষকরা তাদের মানসিক অবস্থা এবং তাদের মস্তিষ্কে চলমান কার্যকলাপ পরিমাপের জন্য ইলেকট্রোএনসেফালোগ্রাফি যন্ত্র ব্যবহার করেছিলেন।

Image

সবচেয়ে বড় কথা হলো, ওই ২০ জনেরই কোনও ধরনেরই সংগীত প্রশিক্ষণ ছিল না। এই ধরনের লোকেদের এইজন্য বেছে নেওয়া হয়েছিল, যাতে কোনও সংগীত বাজানোর পরে পূর্ব পরিকল্পিত প্রতিক্রিয়া দিতে না পারে।

এই গবেষণায়, ২০ জনকে তিন ধরনের গান শোনানো হয়েছিল। গবেষকরা দেখেছেন যে যখন এই ২০ জনকে দুঃখের গান শোনানো হয়েছিল, তখন তাদের মস্তিষ্কের ভিতরে ইলেকট্রোএনসেফালোগ্রাফিতে নানান কার্যকলাপ ধরা পড়ে।

প্রসঙ্গত, যখন এই ব্যক্তিদের দুঃখজনক অভিজ্ঞতার কথা স্মরণ করতে বলা হয়েছিল, তখন তাদের মস্তিষ্কে গামা রশ্মির কার্যকলাপ বেড়ে যায়। অন্যদিকে যখন এই লোকেদের একটি দুঃখের গান শোনানো হয় তখন তাদের মস্তিষ্কের ভিতরে আলফা রশ্মির কার্যকলাপ বেড়ে যায়।