কিছু রেলস্টেশনের নামের পাশে ‘রোড’ শব্দটি থাকে কেন? জানলে অবাক হবেন

যে কারণে কিছু স্টেশনের নামের পিছনে ‘রোড’ শব্দটি লেখা থাকে

Indian Railways: ভারতীয় রেলকে দেশে ‘লাইফলাইন’ (Lifeline) বলা হয়। ট্রেন ছাড়া সাধারণ মধ্যবিত্তরা দূর কোনো যাত্রার কথা ভাবতেই পারেন না। এছাড়াও, প্রতিদিন লোকাল ট্রেনে যাতায়াত করেন প্রচুর মানুষ। ট্রেনে যাত্রা করা যেমন আরামদায়ক তেমন খরচের দিক দিয়েও খুবই কম। তবে এই প্রতিবেদনে রেল সম্পর্কিত এমন একটি তথ্য জানানো হয়েছে, যা শুনলে অবাক হবেন।

জানিয়ে রাখি, ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক (Railway Network) এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম। আমাদের দেশে ছোট বড় মিলিয়ে মোট ৮,৫০০ রেলওয়ে স্টেশন আছে। প্রতিদিন রেলের মাধ্যমে প্রায় দু কোটিরও বেশি মানুষ যাতায়াত করেন।

স্টেশনে ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে এক একটি স্টেশনের (Station) নামের শেষ এক এক রকম। সব স্টেশনই জায়গার নাম অনুসারে হলেও কোনোটির সাথে যুক্ত থাকে জংশন আবার কোনোটির সাথে যুক্ত থাকে রোড (Road)। শুনতে অদ্ভুত লাগলেও রোড কথাটি কী সত্যিই স্টেশনের সাথে যায়?

Image

স্টেশন তো একটি স্থান, রোড অর্থাৎ রাস্তা তো নয়। তাহলে কেন যুক্ত থাকে স্টেশনের সাথে রোড শব্দটি? জেনে নেওয়া যাক। এর পিছনে কোনো জটিল কারণ নেই, বরং সহজই। কারণ অনেক সময় আপনারা লক্ষ্য করে দেখবেন একটি শহরে দুটি স্টেশন আছে।

এবার যদি দুটি স্টেশনের নাম যদি একই শহরের নামে হয় তাহলে বুঝতে অসুবিধা হবে। তাই স্টেশন দুটির নাম আলাদা করে বোঝাতে দুটি স্টেশনের একটু ভিন্ন করা হয়, এবং তখনই রোড শব্দটি ব্যবহার করা হয়। এই রোড শব্দটি মূলত যে স্টেশনটি তুলনামূলক কম ভিড় সম্পন্ন এবং প্রধান স্টেশন থেকে দূরে অবস্থিত হয়।