কখনও ভেবেছেন প্লাস্টিক বোতলের গায়ে ত্রিভুজ আকৃতির চিহ্ন থাকে কেন

আমরা প্রায় সকলেই প্লাস্টিক বোতলের জল খেয়ে থাকি কিন্তু কখনো লক্ষ্য করেছেন এই বোতলের নিচে ত্রিভুজাকৃতির চিহ্ন থাকার অর্থ কি? আসলে বোতলটি চারিত্রিক বৈশিষ্ট্য জানানোর জন্যই এই চিহ্নটি ব্যবহার করা হয়। তবে এর মধ্যে থাকা বিভিন্ন সংখ্যা নির্দেশ করে বোতলটি কতটা নির্ভরযোগ্য।

□ ত্রিকোনের মাঝে ‘১’ লেখা: এর অর্থ বোতলটি তৈরি করার সময় পলিথিলিন টেরেপথ্যালেট প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে, তাই এই ধরনের বোতলগুলি একবারের বেশি ব্যবহার করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে।

□ ত্রিকোনের মাঝে ‘২’ লেখা: এই ধরনের বোতলগুলি তৈরি করতে মূলত সাবান গুঁড়া, শ্যাম্পু ব্যবহার করা হয়। এই ধরনের বোতল গুলি শরীরের পক্ষে ততটা ক্ষতিকর নয়।

□ ত্রিকোনের মাঝে ‘৩’ লেখা: এই জাতীয় প্লাস্টিকে PVC (পোলিভিনিল ক্লোরাইড) ব্যবহার করা হয়ে থাকে। সুতরাং এই ধরনের বোতল বেশি ব্যবহার করলে ক্যান্সারের মতো রোগের আশঙ্কা থাকে বলে মনে করা হয়।

□ ত্রিকোনের মাঝে ‘৪’ লেখা: বেশিরভাগ দামি বোতলেই এই সংখ্যা লক্ষ্য করে থাকবেন। এর অর্থ আপনি একাধিকবার ব্যবহার করতে পারেন বোতলটি।

□ ত্রিকোনের মাঝে ‘৫’ লেখা: প্লাস্টিক বোতলের নিচে এই সংখ্যা থাকলে বুঝতে হবে তা অনেকবারই ব্যবহার করা যেতে পারে এবং যথেষ্ট নিরাপদও।

□ ত্রিকোনের মাঝে ‘৬’ লেখা: এই ধরনের প্লাস্টিকগগুলি তৈরি করতে পলিস্টিরিন এবং পলিকার্বনেট বিসপেনল ব্যবহার হয়, যা থেকে ক্যান্সারের সম্ভাবনা রয়েছে বলে অনেকেই মনে করেন। তাই এর ব্যবহারে ক্ষতির আশঙ্কা থেকেই যায়।

□ ত্রিকোনের মাঝে ‘৭’ লেখা: এই ক্ষেত্রেও জটিল রোগের আশঙ্কা রয়েছে। মানব শরীরে হরমোন জাতীয় সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে।

তবে প্লাস্টিক বোতলের ত্রিকোণ চিহ্নের মধ্যে যেমনই সংখ্যা থাকুক বা অর্থ নিয়ে যতই তর্ক বিতর্ক থাকুক, এর ব্যবহারে অনেকেই কিন্তু সতর্কবাণী দিয়ে থাকেন। তাই প্লাস্টিক বোতল ব্যবহারের ক্ষেত্রে আপনিও সতর্ক থাকুন।