জানেন বডিগার্ডরা সবসময় কালো সানগ্লাস পরে কেন, ৯০% মানুষের কাছে এর উত্তর নেই

Bodyguards: বর্তমানে বড় বড় শিল্পপতি থেকে শুরু করে রাজনৈতিক নেতা ও খেলোয়াড়রা তাদের বডিগার্ড নিয়ে ঘোরেন। অনুরাগীদের হাত থেকে হোক বা ক্যামেরাম্যানদের খপ্পর থেকে মুক্তি পেতে বডিগার্ডরা সবসময় তৈরি থাকেন। তবে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বডিগার্ডরা সবসময় কালো সানগ্লাস পরেন, কিন্তু কেন জানেন?

চোখে কালো চশমা, পরনের কালো বা অন্য রঙের সাফারি সুট, সুস্বাস্থ্যের অধিকারী এই দেহরক্ষীরা এক কথায় তারকাদের ছায়াসঙ্গী। কিন্তু কখনো ভেবেছেন এই দেহরক্ষীরা সব সময় কালো চশমা পরে থাকেন কেন? আসলে তারকাদের সঙ্গে কোন অনুষ্ঠান হোক বা রাজনৈতিক বৈঠক, সব সময় দেহরক্ষীদের চোখে কালো সানগ্লাস শোভা পায়। 

Image

তবে আপনি কি ভাবছেন যে ফ্যাশন বা স্মার্ট দেখানোর জন্যই দেহরক্ষীরা কালো সানগ্লাস পরেন? এটা সম্পূর্ণ ভুল ধারণা। এর পিছনে রয়েছে নিরাপত্তার বিষয়টি। দেহরক্ষীকে যখন প্রশিক্ষণ দেওয়া হয় তখন এই বিষয়ে সচেতন করেই তাদের হাতে দেওয়া হয় কালো চশমা।

প্রথমত কোন অপরাধীর চোখকে ধুলো দিতে এই বিশেষ কৌশলটি ব্যবহার করেন দেহরক্ষীরা। সানগ্লাস থাকাই তাদের নজর ঠিক কোথায়, কাদের অনুসরণ করছে সেটা বোঝা সম্ভব নয়। ফলে খুব সহজেই চারপাশে নজরদারি চালানো যায়। দ্বিতীয়ত, ফ্লাশ লাইট হোক বা সূর্যের আলো থেকে বাঁচতে তারা কালো চশমা ব্যবহার করেন।

Image

পরিস্থিতি যেমনই হোক না কেন দেহরক্ষীদের সব সময় ফোকাস থাকে নিরাপত্তার দিকে। তাই যে কোন অবস্থাতেই এক মুহূর্তের জন্যও যাতে মন সংযোগে বিচ্যুতি না ঘটে, তাই তারা এই কৌশলটি ব্যবহার করে। এছাড়াও দেহরক্ষীদের প্রায় গুলির লড়াই বা বিস্ফোরণের মুখোমুখি হতে হয়। চোখের সুরক্ষার জন্য সানগ্লাস তারা ব্যবহার করেন।