Border: কাঁটাতারের সীমান্তে কাঁচের বোতল ঝুলিয়ে রাখা হয় কেন? ৯৯% মানুষের অজানা

Border security of force: শীত কেবল একা আসে না, তার সাথে নিয়ে আসে কুয়াশাকেও। যখন কুয়াশা থাকে আমরা দূরদুরান্ত পর্যন্ত দেখতে পাই না, কিন্তু একটু ভাবুন সীমান্তে কি অবস্থা হয়? এই কারণেই শীত এলেই ভারতবর্ষ সীমান্তে উচ্চ সতর্কতা (high alert) জারি করা হয়, যাতে সীমান্ত পার করে শত্রুরা (enemy) আমাদের দেশের প্রবেশ করতে না পারে।

শীতকালে সীমান্তে সেনাদের টহলও বাড়িয়ে দেওয়া হয়। তবে কাঁটাতারে কাঁচের বোতল ঝুলিয়ে কেন রাখা হয় এটা জানলে আপনার ভারতীয় সেনাদের (Indian soldiers) প্রতি শ্রদ্ধা ও ভালবাসা দুটোই বেড়ে যাবে। আসলে আমাদের সেনাবাহিনী এইভাবে এক ধরনের দেশীয় পদ্ধতি (indigenous method) ব্যবহার করছে।

Image

বিয়ারের খালি বোতল দিয়ে ভারতীয় বিএসএফ এক অনন্য পদ্ধতিতে অ্যালার্ম তৈরি করেছে। রাজস্থান থেকে জম্মু কাশ্মীরের ব্যারিকেট পর্যন্ত কাঁচের বোতল ঝুলিয়ে রাখা হয়েছে। আসলে কেউ কাঁটাতারে স্পর্শ করলে বোতল বাজতে শুরু করে এবং আমাদের জওয়ানরা সতর্ক হয়ে যায়। তাই প্রবল কুয়াশার মধ্যেও শত্রুরা আমাদের দেশে প্রবেশ করতে পারে না।

তথ্য অনুযায়ী, ভারত-পাকিস্তান সীমান্তের মোট দৈর্ঘ্য হল ৩,৩২৩ কিলোমিটার। যদি এই সীমান্তকে রাজ্য অনুযায়ী ভাগ করা হয়, তাহলে জম্মু কাশ্মীর ও পাকিস্তান সীমান্তের দৈর্ঘ্য ১,২২৫ কিলোমিটার, রাজস্থান-পাকিস্তান সীমান্তের দৈর্ঘ্য ১,০৩৭ কিলোমিটার, পাঞ্জাব-পাকিস্তান সীমান্তের দৈর্ঘ্য ৫৫৩ কিলোমিটার এবং গুজরাট-পাকিস্তানের দৈর্ঘ্য ৫০৮ কিলোমিটার।

আমাদের দেশের সৈন্যরা দিনরাত সীমান্ত পাহারা দিয়ে দেশকে রক্ষা করছে। শ্রীগঙ্গানগর সীমান্তই বরাবর পাকিস্তানি শত্রুদের নিশানায় থাকে বলে জানা গেছে। আসলে এখানে কৃষকরা ব্যারিকেডের কাছে চাষাবাদ করে। তাই শত্রুরা এসকল কৃষকদের প্রলুব্ধ করে তথ্য জোগাড় করার চেষ্টা করে। এই কারণে এখানে সার্বক্ষণিক সতর্ক থাকে বিএসএফ।