GK প্রশ্ন : বাঙ্গালীদের বিয়ের সময় উলু দেওয়া হয় কেন?

যে কারণে বাঙ্গালীদের বিয়ের সময় উলু দেওয়া হয়?

General Knowledge Quiz : বাঙালির বিয়ের রীতিতে অনেক নিয়ম কানুন রয়েছে তার মধ্যে একটি হলো উলু দেওয়া। নিশ্চয়ই আপনিও লক্ষ্য করেছেন বিয়ের সময় উলু দেওয়া হয়, জানেন কি এর অর্থ কী? এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো যা আপনাকে অবাক করতে পারে।

১) প্রশ্নঃ জানেন বিয়েতে সাতপাকে ঘোরা হয় কেন?
উত্তরঃ আসলে বিশ্বাস করা হয় যে, স্বামী-স্ত্রী পরস্পরকে সাত জন্মের জন্য আবদ্ধ করে দেয়। এই কারণেই বিয়েতে সাত পাকে ঘোরার রীতি প্রচলিত আছে।

Image

২) প্রশ্নঃ কর্ণের মৃত্যুর পর তার স্ত্রী কি করেছিলেন?
উত্তরঃ কর্ণের মৃত্যুর পর স্ত্রী সুপ্রিয়া তার চিতায় আহরণ করে সতীদাহ করেছিলেন।

৩) প্রশ্নঃ জানেন বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে?
উত্তরঃ বৃষ্টির জলে থাকে ভিটামিন ১২।

৪) প্রশ্নঃ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে প্লুটোর কতদিন সময় লাগে?
উত্তরঃ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে প্লুটোর সময় লাগে ২৪৮ বছর।

৫) প্রশ্নঃ জানেন বাদুড়ের কোন প্রজাতিকে রক্তচোষা প্রাণী বলা হয়?
উত্তরঃ ভ্যাম্পায়ার ব্যাটকে রক্তচোষা বাদুড় বলা হয়।

Image

৬) প্রশ্নঃ বজ্রপাতে কতটা পরিমাণ ইলেকট্রিক ভোল্ট থাকে?
উত্তরঃ একটি সাধারণ বজ্রপাতে প্রায় ৩০০ মিলিয়ন ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন করে।

৭) প্রশ্নঃ ভারতের কোন শহরটি নীল শহর বা ব্লু সিটি নামে পরিচিত?
উত্তরঃ রাজস্থানের যোধপুরকে ব্লু সিটি নামে পরিচিত।

৮) প্রশ্নঃ মহাত্মা গান্ধীকে কবে হত্যা করা হয়েছিল?
উত্তরঃ ১৯৪৮ সালের ৩০শে জানুয়ারি।

৯) প্রশ্নঃ ভারতের কোন রাজ্য অধিকাংশ রাজ্যের সীমানা স্পর্শ করে?
উত্তরঃ উত্তরপ্রদেশ রাজ্য।

Image

১০) প্রশ্নঃ বাঙ্গালীদের বিয়ের সময় উলু দেওয়া হয় কেন?
উত্তরঃ আসলে মনে করা হয় উলু দিলে অশুভ শক্তি দূর হয়ে শুভ শক্তির আগমন ঘটে তাই বাঙ্গালীদের বিয়ের সময় উলু দেওয়া হয়।