বিরাট, ধোনি ও রোহিত শর্মার মধ্যে সেরা অধিনায়ক কে, জানিয়ে দিলেন যুজবেন্দ্র চাহাল

ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল সীমিত ওভারের ক্রিকেটে গুরুত্বপূর্ণ সদস্য। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা না পেয়ে হতাশ হয়েছিলেন তিনি। এর পর কিউইদের বিপক্ষে তার প্রত্যাবর্তন হয়। তবে এবার তার মুখ থেকে শোনা গিয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনির এর মধ্যে পার্থক্যটা কোথায়। একই সাথে তিনি জানিয়েছেন, বিরাট কোহলির অধীনের যেভাবে পারফর্ম করে এসেছেন, সেভাবেই চালিয়ে যেতে যেতে চান রোহিতের অধীনে।

It taught me patience: Leg-spinner Yuzvendra Chahal returns revisits old passion – chess

টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী যুজবেন্দ্র চাহাল একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘বিরাট কোহলি নেতৃত্বে তিনি যেভাবে খেলা চালিয়ে যান সেভাবেই খেলা চালিয়ে যেতে চান রোহিতের নেতৃত্বেও। বিরাটের সময়ে ভালো বোলিং করেছি আশা করি রোহিত ভাইয়ের নেতৃত্বেও ভালো বোলিং করব। আমি যখন ভারতীয় এ দলের হয়ে খেলতাম, তখন সেই দলের কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। তিনি একজন দুর্দান্ত কোচ। বর্তমানে বোলিং কোচ এর সাথে আলোচনা করছি এবং আশা করি উপকৃত হব।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রবি শাস্ত্রির মেয়াদ শেষ হলে নতুন কোচ হিসেবে নিযুক্ত হন রাহুল দ্রাবিড়। এবার রাহুল দ্রাবিড় সম্পর্কেও প্রশংসা করে যুজবেন্দ্র চাহাল জানিয়েছেন যে, ‘আমার ভারতীয় দলে প্রবেশের জন্য রাহুল দ্রাবিড়ের যথেষ্ট অবদান রয়েছে। কারণ আমি যখন ভারতীয় এ দলের হয়ে খেলতাম তখন তিনি কোচ ছিলেন এবং তিনি এমন একজন মানুষ যার সাথে আমি সমস্ত বিষয় গুলি নিয়ে আলোচনা করতে পেরেছি।’

From Virat Kohli to Rohit Sharma: 5 cricketers who were groomed by MS Dhoni

এরপর সাক্ষাৎকারে যুজবেন্দ্র চাহালকে জিজ্ঞাসা করা হয়েছিল, বিরাট কোহলি, রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বের মধ্যে পার্থক্যটা কোথায়? এর জবাবে ভারতীয় লেগ স্পিনার বলেন, ‘তিন জন অধিনায়কই বোলারদের যথেষ্ট সাপোর্ট করেন। প্রথমেই তারা নিজেদের মতো ফিন্ডিং সাজিয়ে নেওয়ার কথা বলে। যদি প্রত্যাশামতো ফলাফল না হয় তাহলে তারা অন্য পরিকল্পনা গ্রহণ করার কথা বলে। এছাড়া তিনজনই চান বোলাররা তাদের প্ল্যান মাফিক চলুক। তবে অধিনায়ক ছাড়াও, ভুবেনেশ্বর কুমার ও শামির মত সিনিয়র বোলাররাও খুবই সাপোর্ট করেন।’