কোন জিনিসটি মানুষ জন্মের আগেই খেয়ে নেয়? অনেকে ভেবেছেন কিন্তু বলতে পারেননি

Interview Questions: কোনও নামি প্রতিষ্ঠানে বড় পদে চাকরি করা প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন থাকে। কিন্তু তার জন্য প্রয়োজন ভাল ভাবে চাকরির পরীক্ষায় উর্তীর্ণ হওয়া। এজন্য তাদের বিশেষভাবে প্রস্তুতি নিতে হয়। পরীক্ষায় পাশ করার পর যখন ইন্টারভিউতে ডাকা হয়। এইসময় প্রার্থীদের উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন করা হয় যার ফলে অনেকেই ঘাবড়ে যান। যদিও প্রশ্নগুলি কঠিন মনে হলেও তার উত্তর প্রশ্নের মধ্যেই থাকে। এবার এমন কিছু প্রশ্নের উত্তর-সহ একটি তালিকা দেখে নেওয়া যাক…

১) প্রশ্নঃ পাটনা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ গঙ্গা।

২) প্রশ্নঃ প্লুটোকে বামন গ্রহ হিসেবে ধরা হয় কোন সাল থেকে?
উত্তরঃ ২০০৬ সাল থেকে।

৩) প্রশ্নঃ ভারতবর্ষের ‘বিজ্ঞান নগরী’ বলা হয় কোন শহরকে?
উত্তরঃ ব্যাঙ্গালোর।

৪) প্রশ্নঃ ক্যাঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক?
উত্তরঃ অস্ট্রেলিয়া।

৫) প্রশ্নঃ শরীরে কোন অংশে সর্বদা ইউরিয়া উৎপন্ন হয়?
উত্তরঃ যকৃত।

৬) প্রশ্নঃ ভিটামিন রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে?
উত্তরঃ ভিটামিন K।

৭) প্রশ্নঃ নীলনদ কোথায় পতিত হয়েছে?
উত্তরঃ ভূমধ্যসাগরে।

৮) প্রশ্নঃ অমৃতসরের স্বর্ণমন্দিরটি কে নির্মাণ করেছেন?
উত্তরঃ গুরু রামদাস।

৯) প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি কবে ত্যাগ করেন?
উত্তরঃ ১৯১৯ সালে (জালিয়ানওয়ালাবাগে ইংরেজদের বর্বোচিত গণহত্যার প্রতিবাদে)।

১০) প্রশ্নঃ ভারতের স্বাধীনতা লাভের সময় কাশ্মীর রাজা কে ছিলেন?
উত্তরঃ হরি সিং।

১১) প্রশ্নঃ সংবিধানের অভিভাবক বলা হয় কাকে?
উত্তরঃ সুপ্রিম কোর্টকে।

১২) প্রশ্নঃ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সবচেয়ে বেশি দিন অনশন করেছেন কে?
উত্তরঃ যতীন দাস (৬৩ দিন অনশনের পর ১৩ই সেপ্টেম্বর, ১৯২৯ সালে, মাত্র ২৪ বছর বয়সে জেলেই মৃত্যু হয় তার।)

১৩) প্রশ্নঃ বেঙ্গল ভলেন্টিয়ার্স এর প্রধান নির্দেশক কে ছিলেন?
উত্তরঃ সুভাষচন্দ্র বসু।

১৪) প্রশ্নঃ BGG টিকা কোন রোগ নিরাময়ে ব্যবহার করা হয়?
উত্তরঃ যক্ষ্মা রোগ।

১৫) প্রশ্নঃ কোন জিনিসটি মানুষ জন্মের আগে খায়?
উত্তরঃ ডিম। (যদি এখানে হাঁসের ডিমের কথা বলি, যে ডিমটা আমরা খেলাম, সেই ডিমটা তো একটা হাঁস হত, তার মানে ওর জন্মের আগেই খেয়ে নিলাম)।