GK প্রশ্ন : ভারতে হিন্দি ভাষার পর সবথেকে বেশি কোন ভাষায় কথা বলা হয়?

ভারতের দ্বিতীয় সর্বোচ্চ কথ্য ভাষা কোনটি?

General Knowledge Quiz : ভারতবর্ষে এমন একটি দেশ যেখানে বিভিন্ন ভাষার বৈচিত্র দেখতে পাওয়া যায়। এখনো পর্যন্ত কোনো ভাষাকে সরকারি ভাষা হিসেবে গ্রহণ করা না হলেও যোগাযোগের মাধ্যম হিসেবে হিন্দি ও ইংরেজিকে বেছে নেওয়া হয়। তবে আপনি কি জানেন হিন্দি ভাষার পর সব থেকে বেশি কোন ভাষায় কথা বলা হয়? এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর জেনে নিন।

১) প্রশ্নঃ জিলাপির আবিষ্কার কোন দেশের মানুষেরা করেছিল?
উত্তরঃ মিশর দেশের মানুষেরা জিলাপির আবিষ্কার করেছিল।

২) প্রশ্নঃ ফাঁসির পর আসামীকে কতক্ষণ দড়িতে ঝুলিয়ে রাখা হয়?
উত্তরঃ আসামিকে ফাঁসি দেওয়ার পরও ১০-১৫ মিনিট দড়িতে ঝুলিয়ে রাখা হয়।

৩) প্রশ্নঃ সাপের কামড়ে মৃত্যু হয় না এমন কোন তিনটি প্রাণী?
উত্তরঃ সাপের কামড়ে মৃত্যু হয় না বেজি, ঘোড়া এবং হাঙ্গরের।

৪) প্রশ্নঃ রাতের আকাশে যদি রামধনু দেখা যায় তাহলে সেটাকে কী বলা হয়?
উত্তরঃ চাঁদধনু বা Moonbow বলা হয়।

Image

৫) প্রশ্নঃ কোন মাছ আপনাকে ইলেকট্রিক শক দিতে পারে?
উত্তরঃ ইলেকট্রিক ইল মাছ ইলেকট্রিক শক দিতে পারে।

৬) প্রশ্নঃ সবার প্রথমে ইনকাম ট্যাক্স দেওয়া শুরু করেছিল কোন দেশের মানুষেরা?
উত্তরঃ ফ্রান্স দেশের মানুষেরা সবার প্রথমে ইনকাম ট্যাক্স দেওয়া শুরু করে।

৭) প্রশ্নঃ জানেন কাগজ তৈরি করার জন্য কোন গাছ ব্যবহার করা হয়?
উত্তরঃ কাগজ তৈরি হয় বাঁশ গাছ থেকে।

৮) প্রশ্নঃ ভাসমান সোনা কাকে বলা হয়?
উত্তরঃ তিমির বমিকে ভাসমান সোনা বলা হয়। যাকে অ্যাম্বারগ্রিস বলে।

Image

৯) প্রশ্নঃ DLSR এর পূর্ণরূপ কী?
উত্তরঃ DSLR এর পূর্ণরূপ — ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স (Digital Single Lens Reflex)।

১০) প্রশ্নঃ ভারতে হিন্দি ভাষার পর সবথেকে বেশি কোন ভাষায় কথা বলা হয়?
উত্তরঃ ভারতে হিন্দি ভাষার পর সবথেকে বেশি কথা বলা হয় বাংলা ভাষায়।