সাধারণ জ্ঞান কুইজ: জানেন ভারতের প্রথম ‘কার্বন মুক্ত’ রাজ্য কোনটি?

প্রথম ‘কার্বন মুক্ত’ রাজ্য হিসেবে ঘোষিত হয়েছে কোনটি?

General Knowledge Quiz: আপনি যদি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে সাধারণ জ্ঞানের পাশাপাশি সাম্প্রতিক ঘটনাগুলো জেনে রাখা খুবই প্রয়োজন। শুধু চাকরির ক্ষেত্রেই নয়, অনেক সময় সাধারণ জ্ঞান তথা বিভিন্ন তথ্যগুলি জেনে রাখলেও কাজে দেয়। যাইহোক এই প্রতিবেদনে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আসা হয়েছে। এবার দেখে নেওয়া যাক..

১) প্রশ্ন: ভারতের নাগরিকত্ব আইন কোন সালে পাশ হয়েছিল?
ক) ১৯৫১ সালে
খ) ১৯৫৩ সালে
গ) ১৯৫৫ সালে
ঘ) ১৯৫৭ সালে
উত্তর: গ) ১৯৫৫ সালে
— ভারত সরকার ১৯৫৫ সালে নাগরিকত্ব আইন পাশ করে। আইনটি বিদেশীদের জন্য ভারতীয় নাগরিকত্ব অর্জনের জন্য সরবরাহ করেছিল।

Image

২) প্রশ্ন: সর্বপ্রথম কোন দেশে জিএসটি চালু হয়?
ক) কানাডা
খ) ফ্রান্স
গ) আমেরিকা
ঘ) জাপান
উত্তর: খ) ফ্রান্স
— ফ্রান্সে ১৯৫৪ সালে প্রথম জিএসটি চালু হয়। তারপরে ধীরে ধীরে সত্তর ও আশির দশকে জার্মানি, ইতালি, ইংল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া ও কানাডার মতো উন্নত দেশ জিএসটি চালু করে। এরপর ২০১৭ সালে ভারতের জিএসটি চালু হয়।

৩) প্রশ্ন: ‘চির বসন্তের দেশ’ কাকে বলা হয়?
ক) নিউজিল্যান্ড
খ) ফ্রান্স
গ) সুইজারল্যান্ড
ঘ) থাইল্যান্ড
উত্তর: গ) সুইজারল্যান্ড
— সুইজারল্যান্ডের অপরূপ প্রকৃতি এবং সুন্দর আবহাওয়ার কারণে মনে হয় সেখানে সর্বদা বসন্তকাল বিরাজ করছে। এই কারণেই দেশটিকে ‘চির বসন্তের দেশ’ বলে আখ্যায়িত করা হয়েছে।

৪) প্রশ্ন: পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল জেলা কোনটি?
ক) উত্তর ২৪ পরগনা
খ) বাঁকুড়া
গ) দক্ষিণ দিনাজপুর
ঘ) মুর্শিদাবাদ
উত্তর: ক) উত্তর ২৪ পরগনা
— উত্তর ২৪ পরগনা পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল জেলা। ২০১১ সালের বিচারে এই জেলায় ১,০০,০৯,৭৮১ জন মানুষ বসবাস করেন।

৫) প্রশ্ন: জানেন ভারতের প্রথম ‘কার্বন মুক্ত’ রাজ্য কোনটি?
ক) কেরালা
খ) গুজরাট
গ) হিমাচল প্রদেশ
ঘ) মেঘালয়
উত্তর: গ) হিমাচল প্রদেশ
— হিমাচল প্রদেশকে ভারতের প্রথম ‘কার্বন মুক্ত রাজ্য’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এটি দেশের প্রথম এবং বিশ্বের দ্বিতীয় কার্বন মুক্ত রাজ্য।