GK : ভারতের কোন রাজ্যকে একটি বিদেশি রাষ্ট্র তিন দিক দিয়ে ঘিরে রয়েছে?

তিন দিক দিয়ে একটি বিদেশি রাষ্ট্র ঘিরে রয়েছে ভারতের কোন রাজ্যকে?

General Knowledge Quiz : যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জেনে রাখা খুবই প্রয়োজন। আসলে সিলেবাসের বাইরে বেশিরভাগ প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের ভিত্তিতে তৈরি করা হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর পাঠকদের উদ্দেশ্যে নিয়ে আসা হল, যা এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ বর্তমানে আমরা যে প্লাস্টিক (Plastic) ব্যবহার করি তার আবিষ্কার কত সালে হয়েছিল?
উত্তরঃ ১৯০৭ সাল।

২) প্রশ্নঃ ভারতে একমাত্র ভিখারিদের জন্য ব্যাঙ্ক আছে কোন রাজ্যে?
উত্তরঃ বিহার রাজ্যের ভিখারিদের জন্য ব্যাঙ্ক আছে।

৩) প্রশ্নঃ কোন দেশে মদ খাওয়ার জন্য লাইসেন্স লাগে?
উত্তরঃ সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE) মদ খাওয়ার জন্য লাইসেন্স লাগে।

৪) প্রশ্নঃ ভারতের কোন মেলা মহাকাশ থেকেও দেখা যায়?
উত্তরঃ কুম্ভমেলা (Kumbh Mela) মহাকাশ থেকেও দেখা যায়।

৫) প্রশ্নঃ একজন সুস্থ মানুষের শরীরে রক্তের গতিবেগ কত?
উত্তরঃ শরীরে রক্তের গতিবেগ ঘন্টায় ৭ মাইল।

৬) প্রশ্নঃ ফেসবুকে লাইক দেওয়ার অপশনটি কে তৈরি করেছিলেন?
উত্তরঃ জাস্টিন রজেনস্টাইন (Justin Rosenstein)।

Image

৭) প্রশ্নঃ মশারা কোন রং দেখে ভয় পায়?
উত্তরঃ নীল ও বেগুনি রং দেখে মশারা ভয় পায়।

৮) প্রশ্নঃ পৃথিবীর সবথেকে বড় স্কুল কোন দেশে আছে?
উত্তরঃ ভারতে অবস্থিত লখনৌর সিটি মন্টেসরি স্কুলটি (City Montessori School) বিশ্বের বৃহত্তম স্কুল।

৯) প্রশ্নঃ বিশ্বের প্রথম কোন দেশ কম্পিউটারের ভাইরাস (Computer Virus) আবিষ্কার করেছিল?
উত্তরঃ আশ্চর্য হলেও সত্যি যে পাকিস্তান প্রথম কম্পিউটারের ভাইরাস আবিষ্কার করেছিল।

Image

১০) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যকে একটি বিদেশি রাষ্ট্র তিন দিক দিয়ে ঘিরে রয়েছে?
উত্তরঃ ত্রিপুরা (Tripura ) রাজ্যকে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ তিন দিক দিয়ে ঘিরে রয়েছে।