GK Quiz : আপনি কি জানেন ভারতের কোন রাজ্যের দুটি নাম রয়েছে?

দুটি সরকারি নাম রয়েছে ভারতের কোন রাজ্যের?

General Knowledge Quiz : সাধারণ জ্ঞানের তথ্যগুলি কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখেনা। এসএসসি ব্যাংকিং ও রেলওয়ে যেকোনো ধরনের পরীক্ষাতে এই ধরনের প্রশ্নগুলি আসে, এমনকি ইন্টারভিউতেও করা হয়। তাই প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাজিমাত করতে হলে সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলি জেনে রাখা উচিত।

১) প্রশ্নঃ ভারতের কোন শহরটি একটি দ্বীপে নির্মিত?
উত্তরঃ মুম্বাই।

২) প্রশ্নঃ কোন পর্তুগিজ যিনি গোয়া দখল করেছিলেন?
উত্তরঃ আলফোনসো ডি আলবুকার্ক (Alfonso de Albuquerque)।

৩) প্রশ্নঃ ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তরঃ ওয়ারেন হেস্টিংস (Warren Hastings)।

৪) প্রশ্নঃ কোন স্থানে ভারতে প্রথমবারের মতো কয়লা খনন শুরু হয়েছিল?
উত্তরঃ রাণীগঞ্জ।

৫) প্রশ্নঃ ভারতের জন্য ‘ইন্ডিয়া’ (India) শব্দটি প্রথম কোন ভাষায় ব্যবহৃত হয়েছিল?
উত্তরঃ গ্রীক।

৬) প্রশ্নঃ কোন যুদ্ধের পর পর ভারতে ব্রিটিশদের লুটপাট শুরু হয়?
উত্তরঃ পলাশীর যুদ্ধ (Battle of Plassey)।

৭) প্রশ্নঃ মাউন্ট এভারেস্টের পরে কোনটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশ্রেণী?
উত্তরঃ মাউন্ট K-2 (গডউইন অস্টিন)।

৮) প্রশ্নঃ সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় কত?
উত্তরঃ সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ৬০০০ ডিগ্রি সেলসিয়াস।

৯) প্রশ্নঃ ব্রিটিশরা কার কাছ থেকে তাদের প্রথম কোম্পানি স্থাপনের অনুমতি নিয়েছিল?
উত্তরঃ জাহাঙ্গীরের কাছ থেকে।

১০) প্রশ্নঃ মোটর বাড়ি থেকে যে কালো ধোঁয়া ও কালো গ্যাস নির্গত হয় তার নাম কী?
উত্তরঃ কার্বন মনোক্সাইড গ্যাস।

Image

১১) প্রশ্নঃ ইন্টারনেট পরিষেবার সর্বপ্রথম কোন দেশে চালু হয়?
উত্তরঃ আমেরিকায়।

১২) প্রশ্নঃ নারদকে দেবর্ষি কেন বলা হয়?
উত্তরঃ নারদ দেবতা হলেও তিনি একজন ঋষি, তাই তাকে দেবর্ষি বলা হয়।

১৩) প্রশ্নঃ কোন ফুলকে দেখতে বাঁদরের মুখের মত?
উত্তরঃ মাঙ্কি অর্কিড (Monkey Orchid)।

১৪) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে দামি রক্ত কোন প্রাণী রয়েছে?
উত্তরঃ হর্সশু কাঁকড়ার (Horseshoe crab) রক্তের দাম সবচাইতে বেশি। এই রক্ত নীল রঙের এবং নানান রোগের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়।

১৫) প্রশ্নঃ আপনি কি জানেন ভারতের কোন রাজ্যের দুটি নাম রয়েছে?
উত্তরঃ পশ্চিমবঙ্গ আর ওয়েস্টবেঙ্গল (West Bengal) ভারতের একমাত্র রাজ্য যার দুটি নাম রয়েছে।