GK প্রশ্ন : AK47 বন্দুকটি কোন দেশ তৈরি করেছিল?

কোন দেশের আবিষ্কার AK47 বন্দুক?

General Knowledge Quiz : AK-47 এর পূর্ণরূপ হল অ্যাভটোম্যাট কালাশনিকোভা ১৯৪৭ অর্থাৎ বন্দুকটি ওই বছরে আবিষ্কার হয়েছিল। অনুমান করা হয় যে সারা বিশ্বে প্রায় ১০০ মিলিয়নের বেশি AK47 বন্দুক রয়েছে। তবে জানেন কী AK47 বন্দুক কোন দেশ তৈরি করেছিল? এই প্রতিবেদনে এমনই কিছু আকর্ষণীয় তথ্য জেনে নিন।

১) প্রশ্নঃ পিকনিক শব্দটির বাংলা মানে কী?
উত্তরঃ চড়ুইভাতি বা বনভোজন।

২) প্রশ্নঃ মৌমাছি পালনের বিদ্যাকে কী বলা হয়?
উত্তরঃ মৌমাছি পালনের বিদ্যাকে এপিকালচার বলে।

৩) প্রশ্নঃ গান্ধীজীর জন্ম কোন মাসে হয়েছিল?
উত্তরঃ অক্টোবর মাসে ২ তারিখে।

৪) প্রশ্নঃ ভারতের সবথেকে গরীব রাজ্য কোনটি?
উত্তরঃ বিহার ভারতের সবথেকে গরীব রাজ্য।

৫) প্রশ্নঃ নীল আর্মস্ট্রং চাঁদের বুকে কতক্ষণ ছিলেন?
উত্তরঃ নীল আর্মস্ট্রং চাঁদের বুকে ২ ঘন্টা ৩১ মিনিট ছিলেন।

Image

৬) প্রশ্নঃ রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন?
উত্তরঃ ভিটামিন কে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে।

৭) প্রশ্নঃ ময়ূরের ডাককে এককথায় কী বলা হয়?
উত্তরঃ ময়ূরের ডাককে এককথায় কেকা বলে।

৮) প্রশ্নঃ মহাকাশে প্রথম যে কুকুরটিকে পাঠানো হয়েছিল তার নাম কী?
উত্তরঃ লাইকা।

৯) প্রশ্নঃ রঙিন স্বপ্ন মানুষ কখন থেকে বেশি দেখা শুরু করে?
উত্তরঃ রঙিন টিভি আসার পর থেকে মানুষ বেশি বেশি রঙিন স্বপ্ন দেখা শুরু করে।

Image

১০) প্রশ্নঃ AK47 বন্দুকটি কোন দেশ তৈরি করেছিল?
উত্তরঃ AK47 বন্দুকটি তৈরি করে রাশিয়া।