ইন্টারভিউ প্রশ্ন: মোবাইল থেকে ডিলিট হয়ে যাওয়া জিনিসগুলো কোথায় যায়?

ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া জিনিসগুলি কোথায় যায়?

Interview Questions: যেকোনো চাকরির ইন্টারভিউয়ের ক্ষেত্রে আপনার সাধারণ জ্ঞান থাকাটা অত্যন্ত দরকার। যারা ইন্টারভিউ নেন তারা বেশিরভাগ সময় সাধারণ জ্ঞানের ভিত্তিতে প্রশ্ন করে থাকেন। এছাড়াও কখনো কখনো এমন কিছু প্রশ্ন করেন যা আপনার সিলেবাসের বাইরে। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো, এবার দেখে নেওয়া যাক…

১) প্রশ্নঃ মহাত্মা গান্ধীকে জাতির জনক আখ্যা কে দিয়েছিলেন?
উত্তরঃ নেতাজি সুভাষচন্দ্র বসু।

২) প্রশ্নঃ বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরের নাম কি?
উত্তরঃ এক্সোস্ফিয়ার।

৩) প্রশ্নঃ আরাবল্লী পর্বতমালা কি ধরনের পর্বত?
উত্তরঃ প্রাচীন ভঙ্গিল পর্বত।

৪) প্রশ্নঃ কলকাতার হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তরঃ রাজা রামমোহন রায়।

৫) প্রশ্নঃ গ্র্যান্ড ক্যানিয়ন গিরিখাত কোন দেশে অবস্থিত?
উত্তরঃ আমেরিকা যুক্তরাষ্ট।

৬) প্রশ্নঃ মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত?
উত্তরঃ নেপাল।

৭) প্রশ্নঃ এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র কোনটি?
উত্তরঃ ফিলিপাইন্স।

৮) প্রশ্নঃ কয়লা পরিশোধনের পদ্ধতি কে কি বলা হয়?
উত্তরঃ কোল ওয়াশিং।

৯) প্রশ্নঃ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রতীকে কোন প্রাণীকে প্রতীক রূপে ব্যবহার করা হয়?
উত্তরঃ সিংহ।

১০) প্রশ্নঃ সর্বাপেক্ষা দ্রুতগামী স্থলবাসী প্রাণী কোনটি?
উত্তরঃ চিতাবাঘ

১১) প্রশ্নঃ কোন খেলায় লেডি রতন টাটা ট্রফি দেওয়া হয়?
উত্তরঃ হকি।

১২) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে বনাঞ্চল সবচেয়ে বেশি আছে?
উত্তরঃ মধ্যপ্রদেশ।

১৩) প্রশ্নঃ দামোদর নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ ছোটনাগপুর মালভূমি।

১৪) প্রশ্নঃ শেষ মৌর্য সম্রাট কে ছিলেন?
উত্তরঃ বৃহদ্রথ।

১৫) প্রশ্নঃ মোবাইল থেকে ডিলিট হয়ে যাওয়া জিনিসগুলো কোথায় যায়?
উত্তরঃ কোথাও যায় না, মেমোরিতেই জমা থাকে তবে সিস্টেমে দেখাবে যে মেমোরিতে জায়গা খালি হয়েছে। যখনি নতুন ডেটা আসবে ওই পুরোনো ডেটার জায়গায় প্রতিস্থাপন হয়ে যাবে। আর ডেটা রিকভারি এভাবেই কাজ করে যদি আপনি নতুন ডেটা দ্বারা পরিবর্তন না করেন তাহলে রিকভারি টুল দিয়ে মুছে যাওয়া ডেটা ফেরৎ আনা সম্ভব।