কোন জিনিস আমরা বছরে একবার কিনি আর সারাবছর ব্যবহার করে ফেলে দিই?

এমন কোন জিনিস বছরে একবার কেনার পর ফেলে দিই

Interview Questions: দেশের প্রতিটি মেধাবী ছাত্র ও ছাত্রী বড় কোন পদে চাকরি পাওয়ার জন্য তারা বিশেষভাবে প্রস্তুতি নিয়ে থাকেন। এই সময় সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনা ও কারেন্ট অ্যাফেয়ার্স গুলির সম্পর্কে জানার চেষ্টা করেন। কারণ ইন্টারভিউতে এগুলি ছাড়া অচল। আবার কখনো কখনো পাঠ্য বিষয়ের বাইরেও কিছু প্রশ্ন চলে আসে যা ঠান্ডা মাথায় উত্তর দিতে হয়। এবার দেখে নেওয়া যাক তেমনই কিছু প্রশ্নের উত্তর…

১) প্রশ্নঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? 
উত্তরঃ ২১শে ফেব্রুয়ারি।

২) প্রশ্নঃ ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়?
উত্তরঃ ডঃ বি আর আম্বেদকরকে।

৩) প্রশ্নঃ ‘উইংস অফ ফায়ার’ বইটি কে লিখেছেন?
উত্তরঃ ডঃ এপিজে আব্দুল কালাম।

৪) প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ ইন্দিরা গান্ধী।

৫) প্রশ্নঃ মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির নাম কী?
উত্তরঃ পালকহীন ঈগল।

৬) প্রশ্নঃ পৃথিবীর গভীরতম সমুদ্র টির নাম কী?
উত্তরঃ প্রশান্ত মহাসাগর।

৭) প্রশ্নঃ কোন দুটি নদী দেবপ্রয়াগে মিলিত হয়ে গঙ্গা নদী তৈরি হয়েছে?
উত্তরঃ অলকানন্দা ও ভাগীরথী নদী।

৮) প্রশ্নঃ আইজল ভারতের কোন রাজ্যের রাজধানী?
উত্তরঃ মিজোরাম।

৯) প্রশ্নঃ কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাহী প্রধান কে?
উত্তরঃ রাষ্ট্রপতি।

১০) প্রশ্নঃ গির জাতীয় অরণ্যটি কোথায় অবস্থিত?
উত্তরঃ গুজরাট।

১১) প্রশ্নঃ ‘বীর সন্তান’ ভগৎ সিংকে কবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল?
উত্তরঃ ১৯৩১ সালের ২৩ মার্চ (এই দিন ভারতবর্ষের শহীদ দিবস পালিত হয়)।

১২) প্রশ্নঃ চাঁদে ও পৃথিবীতে একটি বস্তুর ওজনের মধ্যে সম্পর্ক কী?
উত্তরঃ চাঁদের ওজন পৃথিবীর ওজনের ছয় ভাগের এক ভাগ।

১৩) প্রশ্নঃ সৌরজগতের কোন গ্রহটি ‘লাল গ্রহ’ নামে পরিচিত?
উত্তরঃ মঙ্গল গ্রহ।

১৪) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে হর্নবিল উৎসব পালন করা হয়?
উত্তরঃ নাগাল্যান্ড।

১৫) প্রশ্নঃ কোন জিনিস আমরা বছরে একবার কিনি আর সারাবছর ব্যবহার করে ফেলে দিই?
উত্তরঃ ক্যালেন্ডার।